
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হারুন মিয়া (৩৫) নামের এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত ও তারা মিয়া (২৮) নামের সিএনজি চালক আহত হয়েছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন মিয়া গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার চড় আলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে ও আহত তারা মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা বিশকা গ্রামের আঃ রশিদের ছেলে।
এদিকে, আহত তারা মিয়াকে স্থানীরা উদ্ধার করে প্রথমে পূর্বধলা হাসপতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, আজ সকালে পর্যটন এলাকা দুর্গাপুর থেকে একটি সিএনজি ওই যাত্রীকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪০২১৫) সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত হারুন মিয়ার লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।