
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত অস্থায়ী পিচ রেইট মিটার পাঠকদের চাকরী স্থায়ীকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পিচ রেইট কর্মচারী ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় ভবনের সামনে আয়োজিত ওই কর্মসূচিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল জোনের দেড় শতাধিক মিটার পাঠক অংশ নেন।
সকাল ১১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ জোনের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিঠুন, শেরপুর জেলা শাখার সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক এরশাদ আলী, জামালপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান মুরাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শমসের আলী, শেরপুর বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
ওই সময় বক্তারা বলেন, সরকারের রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ এ খাতে তাদের কেউ কেউ ২০ বছর ধরে অস্থায়ীভাবে পিচ রেইট মিটার পাঠকের কাজ করে যাচ্ছেন। কারো কারো চাকুরীর বয়সও শেষের পথে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের মতো সুবিধা তো দূরের কথা, নিয়মিত বেতনও পান না। তারা দ্রুত তাদের চাকরী স্থায়ীকরণের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
পরে চাকরী স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলামের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।