পূর্বধলায় ইয়াবাসহ মা-ছেলে আটক

নেত্রকোনার পূর্বধলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবাসহ পারুল বেগম (৩৭) ও তার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার ১ নভেম্বর দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত পারুল বেগম ও জাহাঙ্গীর ওই গ্রামের সজিবর রহমানের স্ত্রী ও ছেলে ।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক (ইন-চার্জ) মো. আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০পিচ ইয়াবাসহ তাদেরকে জারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও সংবাদ
আমাদের ফেসবুক পেইজ