
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বর্তমানে বড্ড অস্থির সময় পার করছে। সম্প্রতি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ভেঙে দিয়েছে দেশটির সরকার। এবার সিএসএর দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছে দেশটির ক্রীড়া, শিল্প এবং সংস্কৃতি মন্ত্রী নাথি এমথেওত্থা। যদি দেশটির সরকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়, তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে প্রোটিয়ারা।
গত বছর জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে টেলর-সিকান্দার রাজাদের। তবে সেই সমস্যা কাটিয়ে এখন আবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সবুজ সংকেত পেয়েছে দলটি। তবে এবার সেই সমস্যার সামনে দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি ভেঙে যাওয়া প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছিল সিএসএর ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস। এরপরই ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটির ক্রীড়ামন্ত্রী। কেন সরকার সিএসএর দায়িত্ব নিবে না? এমন প্রশ্ন করে সিএসএ বরাবর এক চিঠি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এর উত্তর ২৭ অক্টোবরের মধ্যে জানাতে চেয়েছে তারা।
সিএসএ এর উত্তর দিতে ব্যর্থ হলে প্রোটিয়া ক্রিকেটে হস্তক্ষেপ করবে দেশটির সরকার। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান নাথি এমথাওত্থা নেবেন দায়িত্ব। আর যদি এমনটাই ঘটে, তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেতে হতে পারে প্রোটিয়া ক্রিকেট বোর্ডকে।