Logo
নোটিশ :
পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে সৎ ,সাহসী, মেধাবী ও পরিশ্রমী সংবাদকর্মী আবশ্যক।

কালীগঞ্জে ৪৮ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৮২ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: কালীগঞ্জে ৪৮ তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সোমবার জামালপুর আর.এম বিদ্যাপীঠ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফুটবল, সাঁতারসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতা শুরুর পূর্বে জামালপুর আর.এম বিদ্যাপীঠ স্কুল মাঠে প্রতিযোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভপতি ও ওই মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যেরর মাঝে উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বরুণ শেখ, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, জামালপুর ইউপি সদস্য মোস্তফা কামাল, জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলি ও ক্রীড়ানুরাগী ব্যাক্তিবর্গ।

স্কুল ও মাদ্রাসা পর্যায়ে বালকদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আর বালিকাদের ফুটবল খেলায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়।

বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ওই মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি

নিউজটি শেয়ার করুন..এক ক্লিকে বিভাগের খবর

নামাজের সময় সূচি

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১২ পূর্বাহ্ণ
 • ১২:১৫ অপরাহ্ণ
 • ৪:২১ অপরাহ্ণ
 • ৬:০৩ অপরাহ্ণ
 • ৭:১৭ অপরাহ্ণ
 • ৬:২৪ পূর্বাহ্ণ


Website Developed By purbakantho.com