Logo
নোটিশ :
পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে সৎ ,সাহসী, মেধাবী ও পরিশ্রমী সংবাদকর্মী আবশ্যক।

একাদশীর চান-এ কে সরকার শাওন

Reporter Name / ১২৩ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

আমিও তো

পা ভিজিয়ে ছিলাম

বড়াল নদীর জলে,

লাল পদ্ম তুলে ছিলাম

চিনি ডাঙ্গার বিলে;

শুধু তাঁকে দেব বলে!

মনে বড় আশা ছিল

তাঁর সাথে হয় যদি দেখা,

কোননা কোন ছলে!

মরা মনে প্লাবন বইবে

চৈত্রের খরা ফেলে!

 

পদ্মার পাড়ে বালির বাঁধে

আশার গুড়ে বালি !

শাহমখ দুমের সবুজ মাঠে

ইদুরে কপালই খালি!

 

আগ দীঘার দীঘির তলে

জলমেপেছি বিফল;

বাঘার চরে উৎসব পার্কে

সময় ছিল খল!

 

শহরতলী ফুল বাগানে

ফুল কুড়ানোর নিষ্ফল !

বঙ্গোজ্জ্বলের অতল জলে

পাইনি খুঁজে তল!

 

বিল শাহের বাঁকে বাঁকে

ভাসিয়ে ছিলাম তরী!

জলের তলও ছল করেছে

পাইনি খুঁজে কড়ি!

 

সাইন পুকুরের শেষ বিকালটা

ছিলো অরণ্যের রোদন!

শূণ্যের মাঝে উড়ছি তবুও

হয়নি আমার বোধন!

 

মালঞ্চীতে ফুল শুকালো

দয়ারাম পুরনিঃষ্ঠুর নির্দয়!

আবদুলপুর রেল জাংশনে

প্রতীক্ষার হলোনা জয়!

 

খুঁজে খুঁজে নাকাল হলাম

বিশাল চলন বিলে!

হাজার জনের মাঝে

তাঁকে পাইনি পাটুলে!

 

অবশেষে মনের ঘরে

পেলাম একাদশীর চান;

চিরদিন একইরূপে,

অব্যয় অক্ষয় অম্লান!

 

কাব্যগ্রন্থঃনিরব কথপোকথন

 

নিউজটি শেয়ার করুন..এক ক্লিকে বিভাগের খবর

নামাজের সময় সূচি

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১২ পূর্বাহ্ণ
 • ১২:১৫ অপরাহ্ণ
 • ৪:২১ অপরাহ্ণ
 • ৬:০৩ অপরাহ্ণ
 • ৭:১৭ অপরাহ্ণ
 • ৬:২৪ পূর্বাহ্ণ


Website Developed By purbakantho.com