
নেত্রকোনা-৫, পূর্বধলা আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকি ধমকি দেওয়ার একটি অডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে ।
জানা যায়, গত ২১ এপ্রিল পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ডাক্তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এমপিকে জানাতে দেরি হওয়ায় তিনি ডা. মাহমুদা আকতারের সাথে মোবাইলে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে ডাক্তারকে দেখে নেয়ার হুমকি দেন এমপি।
ফোনের অপর প্রান্তে ডা. মাহমুদা আকতার উপজেলা নির্বাহী অফিসার, ওসি ও সাংবাদিকদের সাথে মত বিনিময়ের কারণে বিলম্ব হচ্ছিল জানালেও এমপি কান্ত হননি।
এমপি ও ডাক্তারের ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর এমপির এমন রূঢ় আচরনের প্রতিবাদ করে দু:খ্য প্রকাশ করেছেন অনেকেই।
অডিওটি শুনতে এখানে ক্লিক করুন.. https://www.facebook.com/zahidhasan.babu.1291/videos/1623928061104129/
করোনা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পূর্বধলায় কর্মরত ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করার পর ডাক্তারের প্রতি এমপির এমন আচরণ আদৌ কাম্য নয় বলে মন্তব্য করেছেন অনেকেই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মাহমুদা আকতারের সাথে কথা বললে তিনি জানান, দুই ডাক্তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি এমপিকে জানাতে দেরি হওয়ায় এমপি মহোদয় আমাদেরকে সমবেদনা বা উৎসাহের বদলে আমার সাথে মুটোফোনে রূঢ় আচরণ করেছেন যা আমাকে খুবই মর্মাহত করেছে। এমনটি একজন সংসদ সদস্যের কাছ থেকে কাম্য নয়।
এ ব্যাপারে এমপি ওয়ারেসাত হোসেন বেলাল এর সাথে যোগাযাগের চেষ্ঠা করলে তাকে পাওয়া যায়নি।