নেত্রকোনা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বনরুপা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

  • আপডেট : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ১৬০

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি) কর্তৃক আয়োজিত শীতকালীন শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনরুপা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার সন্ধায় রাঙ্গামাটি পৌরসভা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে ৪৩ রানে সাউথ ফরেষ্ট কলোনী ক্লাবকে পরাজিত করেছে। খেলায় প্রথমে ব্যাট করে বনরুপা স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে । জবাবে ফরেষ্ট কলোনী ক্লাব ১০ ওভারে ৭৬ রানে অল-আউট হয়।

বনরুপা স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার সীমান্ত ৩০ বলে ৬৮ রান অর্জন করে ম্যান অব দ্যা ম্যাচে জায়গা দখল করে নেয়। অন্যদিকে ম্যান অব দ্যা সিরিজ পুরস্কৃত হন তৌহিদ এবং টুর্নামেন্টে সেরা আম্পিয়ার নির্বাচিত হন মিশু । খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ মুছা মাতাব্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনরুপা স্পোর্টিং ক্লাবের আহব্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙ্গামাটি প্রতিভা ক্রিকেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া, সভাপতি মোঃ বশির মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি হাজী মোহাম্মদ মুছা মাতাব্বর বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাঙ্গামাটি জেলা সব দিক দিয়ে এগিয়ে। অনেক রক্তের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন জঙ্গি সন্ত্রাসীর স্থান নেই। রাঙ্গামাটির মানুষ এখন জঙ্গিবাদ, মাদকসেবনকারী ও সন্ত্রাসীদের ঘৃণা করে। সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

রাঙ্গামাটির মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে পার্বত্য এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বত-স্পুর্তভাবে নৌকায় ভোট দিয়েছে।তিনি আরো বলেন, রাঙ্গামাটিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটির খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে জায়গা করে নিয়েছে। নিয়মিত খেলার আয়োজনের মাধ্যমে আরো প্রতিভান খেলোয়াড় রাঙ্গামাটি থেকে বের করার আহ্বান জানান তিনি। তিনি আরো জানান, ক্রীড়াঙ্গনে জেলার সুনাম ধরে রাখতে ক্রীড়াঙ্গনকে আরো বেশি উজ্জীবিত করতে হবে।

আলোচনা সভা শেষে আয়োজক কমিটির পক্ষথেকে চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়। রানার্স আপ টিমকে ৫ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়।অন্যদিকে খেলায় ১৬টি অংশগ্রহণকারী টিমকে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষথেকে ক্রীড়া সামগ্রী দেওয়ার ঘোষণা দেন। অপরদিকে চ্যাম্পিয়ন টিমকে ১০হাজার ও রানার্স আপ টিম কে ৫ হাজার টাকা ও আয়োজক কমিটিকে ১০হাজার টাকা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন মুছা মাতাব্বর । আয়োজক কমিটির পক্ষথেকে পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রাঙ্গামাটিতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বনরুপা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ০৪:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে বনরুপা স্পোর্টিং ক্লাব (বিএসসি) কর্তৃক আয়োজিত শীতকালীন শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনরুপা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার সন্ধায় রাঙ্গামাটি পৌরসভা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনালে ৪৩ রানে সাউথ ফরেষ্ট কলোনী ক্লাবকে পরাজিত করেছে। খেলায় প্রথমে ব্যাট করে বনরুপা স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে । জবাবে ফরেষ্ট কলোনী ক্লাব ১০ ওভারে ৭৬ রানে অল-আউট হয়।

বনরুপা স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার সীমান্ত ৩০ বলে ৬৮ রান অর্জন করে ম্যান অব দ্যা ম্যাচে জায়গা দখল করে নেয়। অন্যদিকে ম্যান অব দ্যা সিরিজ পুরস্কৃত হন তৌহিদ এবং টুর্নামেন্টে সেরা আম্পিয়ার নির্বাচিত হন মিশু । খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ মুছা মাতাব্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনরুপা স্পোর্টিং ক্লাবের আহব্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙ্গামাটি প্রতিভা ক্রিকেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া, সভাপতি মোঃ বশির মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি হাজী মোহাম্মদ মুছা মাতাব্বর বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাঙ্গামাটি জেলা সব দিক দিয়ে এগিয়ে। অনেক রক্তের বিনিময়ে আমরা এদেশ স্বাধীন করেছি। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন জঙ্গি সন্ত্রাসীর স্থান নেই। রাঙ্গামাটির মানুষ এখন জঙ্গিবাদ, মাদকসেবনকারী ও সন্ত্রাসীদের ঘৃণা করে। সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

রাঙ্গামাটির মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে পার্বত্য এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বত-স্পুর্তভাবে নৌকায় ভোট দিয়েছে।তিনি আরো বলেন, রাঙ্গামাটিতে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটির খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে জায়গা করে নিয়েছে। নিয়মিত খেলার আয়োজনের মাধ্যমে আরো প্রতিভান খেলোয়াড় রাঙ্গামাটি থেকে বের করার আহ্বান জানান তিনি। তিনি আরো জানান, ক্রীড়াঙ্গনে জেলার সুনাম ধরে রাখতে ক্রীড়াঙ্গনকে আরো বেশি উজ্জীবিত করতে হবে।

আলোচনা সভা শেষে আয়োজক কমিটির পক্ষথেকে চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়। রানার্স আপ টিমকে ৫ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়।অন্যদিকে খেলায় ১৬টি অংশগ্রহণকারী টিমকে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষথেকে ক্রীড়া সামগ্রী দেওয়ার ঘোষণা দেন। অপরদিকে চ্যাম্পিয়ন টিমকে ১০হাজার ও রানার্স আপ টিম কে ৫ হাজার টাকা ও আয়োজক কমিটিকে ১০হাজার টাকা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন মুছা মাতাব্বর । আয়োজক কমিটির পক্ষথেকে পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।