নেত্রকোনা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে চলছে দেশের অন্যতম বৃহত্তম ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট : ০৮:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ৬৫৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বৃতত্তম সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিনের এ সাংস্কৃতিক অনুষ্ঠান এখন চলমান রয়েছে।

ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন তানজিমুল মাসারিসিল কওমিয়া- কালীগঞ্জ, গাজীপুরের সভাপতি- মাওলানা মতিউর রহমান গাজীপুরী।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টারেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক- এ্যাডভোকেট মো. আইয়ুবুর রহমান, প্রধান মেহমান- দক্ষিন কোরিয়া প্রবাসী মাওলানা মুহাম্মদ রায়হান শেখ। বিশেষ অতিথি- মুফতি নাসির উদ্দিন খান, মো. মোরশেদ কাজী, মো. শরিফুল ইশলাম, আলমগীর ফরাজী, মো. ফাউজুল্লাহ মোল্লা, আকাশ রহমান, মো. মামুন শিকদার, আব্দুল মান্নান মোল্লা, সোহেল সরকার ও মাসুদ রানা।

প্রধান আকর্ষন হিসেবে খ্যাতিমান দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ ইসলামি সংগীত কিংবদন্তি জাগ্রত কবি, আল্লমা মুহিব খানের উপস্থিতিত থাকছেন।

সংগীত পরিবেশনায় থাকছেন বাংলাদেশের স্বনামধন্য “কলরব ” “স্বপ্নসিড়ি” “উচ্চারন” ও “আলোর মিনার” শিল্পগোষ্ঠীর।

কলরব শিল্পীগোষ্ঠীর – মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, ইয়াসিন হায়দার, আহমদ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, আরিফ আরিয়ান, সাইদুজ্জামান নুর, রায়হান ফারুক, সালমান সাদী, ইলিয়াস আমিন।

কিশোর শিল্পী– হুসাইন আদনান, মাহফুজুল আলম, তাওহীদ জামিল, আবির হাসান, ইমরানুল ফারহান।

শিশু শিল্পী– আহনাফ খালিদ, জাহিদ হাসান, ফজলে এলাহী সাকিব ও আব্দুল্লাহ মুসতাক।

স্বপ্নসিড়ি শিল্পীগোষ্ঠীর– সাইফ মুহাম্মদ সালমান, হাসসান আবীর ও আদিল আরহাম।

উচ্চারন শিল্পীগোষ্ঠীর– আবু তাহের শাকিল।

আলোর মিনার শিল্পীগোষ্ঠীর – মাহবুবুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কালীগঞ্জে চলছে দেশের অন্যতম বৃহত্তম ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৮:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বৃতত্তম সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিনের এ সাংস্কৃতিক অনুষ্ঠান এখন চলমান রয়েছে।

ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন তানজিমুল মাসারিসিল কওমিয়া- কালীগঞ্জ, গাজীপুরের সভাপতি- মাওলানা মতিউর রহমান গাজীপুরী।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টারেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক- এ্যাডভোকেট মো. আইয়ুবুর রহমান, প্রধান মেহমান- দক্ষিন কোরিয়া প্রবাসী মাওলানা মুহাম্মদ রায়হান শেখ। বিশেষ অতিথি- মুফতি নাসির উদ্দিন খান, মো. মোরশেদ কাজী, মো. শরিফুল ইশলাম, আলমগীর ফরাজী, মো. ফাউজুল্লাহ মোল্লা, আকাশ রহমান, মো. মামুন শিকদার, আব্দুল মান্নান মোল্লা, সোহেল সরকার ও মাসুদ রানা।

প্রধান আকর্ষন হিসেবে খ্যাতিমান দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ ইসলামি সংগীত কিংবদন্তি জাগ্রত কবি, আল্লমা মুহিব খানের উপস্থিতিত থাকছেন।

সংগীত পরিবেশনায় থাকছেন বাংলাদেশের স্বনামধন্য “কলরব ” “স্বপ্নসিড়ি” “উচ্চারন” ও “আলোর মিনার” শিল্পগোষ্ঠীর।

কলরব শিল্পীগোষ্ঠীর – মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, ইয়াসিন হায়দার, আহমদ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, আরিফ আরিয়ান, সাইদুজ্জামান নুর, রায়হান ফারুক, সালমান সাদী, ইলিয়াস আমিন।

কিশোর শিল্পী– হুসাইন আদনান, মাহফুজুল আলম, তাওহীদ জামিল, আবির হাসান, ইমরানুল ফারহান।

শিশু শিল্পী– আহনাফ খালিদ, জাহিদ হাসান, ফজলে এলাহী সাকিব ও আব্দুল্লাহ মুসতাক।

স্বপ্নসিড়ি শিল্পীগোষ্ঠীর– সাইফ মুহাম্মদ সালমান, হাসসান আবীর ও আদিল আরহাম।

উচ্চারন শিল্পীগোষ্ঠীর– আবু তাহের শাকিল।

আলোর মিনার শিল্পীগোষ্ঠীর – মাহবুবুর রহমান।