নেত্রকোনা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৪৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

  • আপডেট : ০৮:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ১৭৭

শ্রীমঙ্গল প্রতিনিধি:
বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৪৬ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে আটক বিভিন্ন ধরনের ৪৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মাদকদ্রব্য ধংশকরন ও মাদকবিরোধী সচেতনতামুলক সভা শেষে এসব মাদকদ্রব্য ধংশ করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিদেশি বিভিন্ন প্রকার মদ ১১৮২ বোতল, দেশি মদ ১৭ লিটার, ফেন্সিডিল ১৩৩ বোতল, কোরেক্স ১১৯ বোতল, গাঁজা ৮ কেজি, ইয়াবা টেবলেট ৭০ টি, ভারতীয় নাসির বিড়ি ১০ লাখ ৪১ হাজার ৮৫০ টি এবং সিগারেট ২৭ হাজার ৪০০ টি। যার আনুমানিক মুল্য ৪৮ লাখ ৬ হাজার ৫২৫ টাকা।
মাদকদ্রব্য ধংশকরন ও সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র সরাইল রিজিওনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এনডিসি পিএসসি, শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাত, পিএসসি, এলএসসি, ৪৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক পিবিজিএম ( বার), শ্রীমঙ্গলের এসি ল্যা- মাহমুদুর রহমান প্রমুখ।
বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টর সুত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ( ৪৬ বিজিবি) এর আওতাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গত বছরের ২৭ জুলাই থেকে চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মৌলভীবাজারেরর বিভিন্ন স্পট থেকে এসব মাদকদ্রব্য আটক করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

শ্রীমঙ্গলে ৪৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আপডেট : ০৮:২৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি:
বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৪৬ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে আটক বিভিন্ন ধরনের ৪৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মাদকদ্রব্য ধংশকরন ও মাদকবিরোধী সচেতনতামুলক সভা শেষে এসব মাদকদ্রব্য ধংশ করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিদেশি বিভিন্ন প্রকার মদ ১১৮২ বোতল, দেশি মদ ১৭ লিটার, ফেন্সিডিল ১৩৩ বোতল, কোরেক্স ১১৯ বোতল, গাঁজা ৮ কেজি, ইয়াবা টেবলেট ৭০ টি, ভারতীয় নাসির বিড়ি ১০ লাখ ৪১ হাজার ৮৫০ টি এবং সিগারেট ২৭ হাজার ৪০০ টি। যার আনুমানিক মুল্য ৪৮ লাখ ৬ হাজার ৫২৫ টাকা।
মাদকদ্রব্য ধংশকরন ও সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র সরাইল রিজিওনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এনডিসি পিএসসি, শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাত, পিএসসি, এলএসসি, ৪৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক পিবিজিএম ( বার), শ্রীমঙ্গলের এসি ল্যা- মাহমুদুর রহমান প্রমুখ।
বিজিবি’র শ্রীমঙ্গল সেক্টর সুত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ( ৪৬ বিজিবি) এর আওতাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গত বছরের ২৭ জুলাই থেকে চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মৌলভীবাজারেরর বিভিন্ন স্পট থেকে এসব মাদকদ্রব্য আটক করে।