নেত্রকোনা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৪ ভুয়া সাংবাদিক আটক

  • আপডেট : ০৫:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ১৯৯

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে ৪ ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার দুপুরে শহরের কালিঘাট জিপ স্ট্যান্ডে একটি ফার্নিচারের দোকানে গিয়ে নিজেদের সাংবাদিক ও বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মকর্তা পরিচয়ে তারা ১৬ হাজার টাকা চাঁদা দাবী করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন ওই ৪ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, বি.বাড়িয়া জেলার নবীনগর থানার আব্দুর রাজ্জাকের ছেলে দিল মোহাম্মদ (৬৬), ঢাকার উত্তরার সাদিকুর রহমানের ছেলে কামরুজ্জামান (৪৫), টঙ্গির মৃত হাফেজ মো. হানিফ চিশতির ছেলে মহিউদ্দিন চিশতি (৩৫) ও একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে রুকুনুজ্জামান (৪৫)।

পুলিশ জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে ‘মহানগর বার্তা’, ‘বর্তমান দেশবাংলা’, ‘নিউজ টোয়েন্টি ফোর’, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি’ ও প্রাইভেট ইনভেস্টিগেট’ নামে পত্রিকা ও সংস্থার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করেছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

শ্রীমঙ্গলে ৪ ভুয়া সাংবাদিক আটক

আপডেট : ০৫:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে ৪ ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার দুপুরে শহরের কালিঘাট জিপ স্ট্যান্ডে একটি ফার্নিচারের দোকানে গিয়ে নিজেদের সাংবাদিক ও বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মকর্তা পরিচয়ে তারা ১৬ হাজার টাকা চাঁদা দাবী করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন ওই ৪ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, বি.বাড়িয়া জেলার নবীনগর থানার আব্দুর রাজ্জাকের ছেলে দিল মোহাম্মদ (৬৬), ঢাকার উত্তরার সাদিকুর রহমানের ছেলে কামরুজ্জামান (৪৫), টঙ্গির মৃত হাফেজ মো. হানিফ চিশতির ছেলে মহিউদ্দিন চিশতি (৩৫) ও একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে রুকুনুজ্জামান (৪৫)।

পুলিশ জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে ‘মহানগর বার্তা’, ‘বর্তমান দেশবাংলা’, ‘নিউজ টোয়েন্টি ফোর’, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্টিকরাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি’ ও প্রাইভেট ইনভেস্টিগেট’ নামে পত্রিকা ও সংস্থার পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড উদ্ধার করেছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।