নেত্রকোনা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে মাদকব্যবসায়ী চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট : ০৭:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭৩

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে একটি পিকআপ ও প্রায় ৯০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রবিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১ ।

 

গ্রেফতারকৃতরা হলো, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর এলাকার প্রয়াত আ‏বুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২) এবং সত্রাইজপুর হাউজ নগর এলাকার হামেদ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বাসন এলাকার আউসি ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের পিকআপে তেলের ড্রামের ভিতর হতে ৮৯৬ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

 

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ ফেনসিডিল নিয়ে আসে এবং সেগুলো ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।

 

জিজ্ঞাসাবাদে খালেক ও তার সহযোগী মনিরুল পিকআপ চালানোর পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

গাজীপুরে মাদকব্যবসায়ী চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০৭:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে একটি পিকআপ ও প্রায় ৯০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রবিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১ ।

 

গ্রেফতারকৃতরা হলো, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর এলাকার প্রয়াত আ‏বুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২) এবং সত্রাইজপুর হাউজ নগর এলাকার হামেদ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল বাসন এলাকার আউসি ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের পিকআপে তেলের ড্রামের ভিতর হতে ৮৯৬ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

 

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ ফেনসিডিল নিয়ে আসে এবং সেগুলো ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।

 

জিজ্ঞাসাবাদে খালেক ও তার সহযোগী মনিরুল পিকআপ চালানোর পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।