নেত্রকোনা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ দেয়ায় মামলা, বিবাদীদের প্রতিবাদ সভা

  • আপডেট : ০৯:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৫৮০

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: অনুমতি ব্যতীত গ্যাস লাইন স্থাপন, অবৈধভাবে গ্যাস ব্যবহার, সরকারি কাজে বাধা ও হুমকি প্রদান করায় ৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলা করেছেন।

মামলাটির বাদী হন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। আজ রোববার (২২ সেপ্টেম্বর) মামলাটি মিথ্যা ও সাজানো বলে দাবী করে প্রতিবাদ সভা করেন বিবাদীরা ।

গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ও পার্শবর্তী পাইনশাইল সহ আশেপাশের এলাকায় লাইসেন্স বা  অনুমতি ব্যতিত অবৈধভাবে গ্যাস বিতরণ লাইন স্থাপন করে।

এরূপ অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে বিবাদীরা রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতিসাধন করে ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দেয় বলে মামলায় উল্ল্যেখ করা হয়। এসব অভিযোগ মিথ্যা বলে দাবী করে বিবাদীরা।

মামলার অন্যতম আসামী করা হয় আওয়ামী লীগ নেতা ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালকে ।

মামলা দায়েরের একদিন পূর্বে বুধবার ওই এলাকায় এক অভিযানে গ্যাস লাইন উচ্ছেদ করা হয় । এদিকে, মামলায় জড়ানোয় বিবাদীরা রোববার বিকেলে ভাওয়াল মির্জাপুর বাজারে প্রতিবাদ সভা ও মিছিল করে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন দুলাল, বানেজ উদ্দিন, জিয়ারত হোসেন সিকদার, দানেজ সিকদার, আবদুল গনি, লুতফুর রহমান প্রমুখ। সভায় বক্তারা ওই মামলাটি মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ দেয়ায় মামলা, বিবাদীদের প্রতিবাদ সভা

আপডেট : ০৯:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: অনুমতি ব্যতীত গ্যাস লাইন স্থাপন, অবৈধভাবে গ্যাস ব্যবহার, সরকারি কাজে বাধা ও হুমকি প্রদান করায় ৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলা করেছেন।

মামলাটির বাদী হন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। আজ রোববার (২২ সেপ্টেম্বর) মামলাটি মিথ্যা ও সাজানো বলে দাবী করে প্রতিবাদ সভা করেন বিবাদীরা ।

গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ও পার্শবর্তী পাইনশাইল সহ আশেপাশের এলাকায় লাইসেন্স বা  অনুমতি ব্যতিত অবৈধভাবে গ্যাস বিতরণ লাইন স্থাপন করে।

এরূপ অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে বিবাদীরা রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতিসাধন করে ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দেয় বলে মামলায় উল্ল্যেখ করা হয়। এসব অভিযোগ মিথ্যা বলে দাবী করে বিবাদীরা।

মামলার অন্যতম আসামী করা হয় আওয়ামী লীগ নেতা ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালকে ।

মামলা দায়েরের একদিন পূর্বে বুধবার ওই এলাকায় এক অভিযানে গ্যাস লাইন উচ্ছেদ করা হয় । এদিকে, মামলায় জড়ানোয় বিবাদীরা রোববার বিকেলে ভাওয়াল মির্জাপুর বাজারে প্রতিবাদ সভা ও মিছিল করে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন দুলাল, বানেজ উদ্দিন, জিয়ারত হোসেন সিকদার, দানেজ সিকদার, আবদুল গনি, লুতফুর রহমান প্রমুখ। সভায় বক্তারা ওই মামলাটি মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন ।