নেত্রকোনা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়ে মোকাবেলা করতে হবে- পরিবেশ মন্ত্রী

  • আপডেট : ০৭:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩৯

নাঈম আলীঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্বে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়েই মোকাবেলা করতে হবে। স্কাউটরা সারা বিশ্বে সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি একটি শৃঙ্খলিত জাতি গঠনে অবদান রাখছে। দেশ ও জাতির দুর্যোগময় মূহুর্তে নিজেদের জীবনবাজী রেখে স্কাউটরা ঝাঁপিয়ে পড়ে। স্কাউটের মধ্যমে যে প্রতিভা গড়ে উঠছে তা এগিয়ে নিতে হবে। বাংলাদেশে স্কাউট আন্দোলন এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ৩৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন প্রয়োজনে আরও দিবেন। দেশে ২১ লক্ষ স্কাউট তৈরি করা হবে।

তিনি বলেন, জুড়ীতে স্কাউটরা দুই হাজার বৃক্ষ চারা রোপন করে আমার মন্ত্রণালয়ের কাজের অংশীদার হওয়ায় তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আগামী বছর সারাদেশে এক কোটি বৃক্ষ চারা রোপন করব। এ কাজেও স্কাউটরা অংশ নিবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কাজে স্কাউটরা ভূমিকা রাখছে।

তিনি বুধবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা আয়োজিত একদিনের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্কাউটস সভাপতি ও ইউএনও অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে এবং মাহবুবুল ইসলাম কাজল ও মামুনুর রশীদ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ বি.পি.এম (বার), মৌলভীবাজার সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুহিউল ইসলাম মুমিত, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মিসবাউর রহমান, সম্পাদক আব্দুল ওয়াহিদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক শফিক আহমদ, মাসুক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ট্রেজারার শ.ব.ম দানিয়ালের সার্বিক তত্বাবধানে ব্যতিক্রমধর্মী এ অনুষ্টানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দুই হাজার কাব, স্কাউট ও রোভারদের সাথে নিয়ে দুই হাজার বৃক্ষ চারা রোপন করেন, বিভিন্ন প্রতিষ্টানে ১২টি ড্রাম সেট বিতরণ করেন এবং জুড়ী উপজেলা স্কাউটসকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

উক্ত অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউট সদস্য ও স্কাউটস ইউনিট লিডাররা সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়ে মোকাবেলা করতে হবে- পরিবেশ মন্ত্রী

আপডেট : ০৭:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

নাঈম আলীঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্বে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়েই মোকাবেলা করতে হবে। স্কাউটরা সারা বিশ্বে সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি একটি শৃঙ্খলিত জাতি গঠনে অবদান রাখছে। দেশ ও জাতির দুর্যোগময় মূহুর্তে নিজেদের জীবনবাজী রেখে স্কাউটরা ঝাঁপিয়ে পড়ে। স্কাউটের মধ্যমে যে প্রতিভা গড়ে উঠছে তা এগিয়ে নিতে হবে। বাংলাদেশে স্কাউট আন্দোলন এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ৩৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন প্রয়োজনে আরও দিবেন। দেশে ২১ লক্ষ স্কাউট তৈরি করা হবে।

তিনি বলেন, জুড়ীতে স্কাউটরা দুই হাজার বৃক্ষ চারা রোপন করে আমার মন্ত্রণালয়ের কাজের অংশীদার হওয়ায় তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আগামী বছর সারাদেশে এক কোটি বৃক্ষ চারা রোপন করব। এ কাজেও স্কাউটরা অংশ নিবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কাজে স্কাউটরা ভূমিকা রাখছে।

তিনি বুধবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা আয়োজিত একদিনের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্কাউটস সভাপতি ও ইউএনও অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে এবং মাহবুবুল ইসলাম কাজল ও মামুনুর রশীদ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ বি.পি.এম (বার), মৌলভীবাজার সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুহিউল ইসলাম মুমিত, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মিসবাউর রহমান, সম্পাদক আব্দুল ওয়াহিদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক শফিক আহমদ, মাসুক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ট্রেজারার শ.ব.ম দানিয়ালের সার্বিক তত্বাবধানে ব্যতিক্রমধর্মী এ অনুষ্টানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দুই হাজার কাব, স্কাউট ও রোভারদের সাথে নিয়ে দুই হাজার বৃক্ষ চারা রোপন করেন, বিভিন্ন প্রতিষ্টানে ১২টি ড্রাম সেট বিতরণ করেন এবং জুড়ী উপজেলা স্কাউটসকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

উক্ত অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউট সদস্য ও স্কাউটস ইউনিট লিডাররা সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন।