নেত্রকোনা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুরে প্রতিমা কারিগররা, ব্যস্ত সময় পার করছেন

  • আপডেট : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কয়েক দিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।

এ নিয়ে বুধবার উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, পূজামন্ডপ গুলোতে সমস্যা আছে কি না, সে বিষয়ে খোঁজ নেয়া শুরু হয়েছে। এবার উপজেলায় প্রায় ৫৯টি পূজা মন্ডপে দুর্গোপুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুর্গাপুর পৌরসভাতেই ২৬টি পুজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর মা দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। পূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কেউ প্রতিমার গাঁয়ে মাটির আঁচড় দিচ্ছেন কেউবা রং-তুলির আঁচড়ে প্রতিমাকে ফুটিয়ে তুলছেন। কারিগরদের তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমা। পুরোদমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্ততি।

এ নিয়ে প্রতিমা তৈরীর প্রধান কারিগর নিরঞ্জন চন্দ্র পাল জানান, পুরো উপজেলার অধিকাংশ প্রতিমা তৈরীর কাজ তিনিই করেন। প্রতি মন্ডপের প্রতিমা তৈরী বাবদ ২০ থেকে ২২ হাজার টাকা মুল্য গ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

দুর্গাপুরে প্রতিমা কারিগররা, ব্যস্ত সময় পার করছেন

আপডেট : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কয়েক দিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।

এ নিয়ে বুধবার উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, পূজামন্ডপ গুলোতে সমস্যা আছে কি না, সে বিষয়ে খোঁজ নেয়া শুরু হয়েছে। এবার উপজেলায় প্রায় ৫৯টি পূজা মন্ডপে দুর্গোপুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুর্গাপুর পৌরসভাতেই ২৬টি পুজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর মা দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। পূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কেউ প্রতিমার গাঁয়ে মাটির আঁচড় দিচ্ছেন কেউবা রং-তুলির আঁচড়ে প্রতিমাকে ফুটিয়ে তুলছেন। কারিগরদের তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমা। পুরোদমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্ততি।

এ নিয়ে প্রতিমা তৈরীর প্রধান কারিগর নিরঞ্জন চন্দ্র পাল জানান, পুরো উপজেলার অধিকাংশ প্রতিমা তৈরীর কাজ তিনিই করেন। প্রতি মন্ডপের প্রতিমা তৈরী বাবদ ২০ থেকে ২২ হাজার টাকা মুল্য গ্রহন করেন।