নেত্রকোনা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় শিল্পী পিয়া বৈশ্যের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ক্লোজআপ ওয়ান তারকা ও বিটিভির তালিকাভ‚ক্ত শিল্পী পিয়া বৈশ্যের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উদীচীর সঙ্গীত বিভাগ এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে পিয়া বৈশ্য ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়’ গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে ১৬টি নজরুলসঙ্গীত, লালনসঙ্গীত, জালালগীতি এবং রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম ও জসীম উদ্দিন রচিত লোকসঙ্গীত পরিবেশন করেন। এ সময় পিয়া বৈশ্যকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন: দোতারায় সারওয়ার কামাল রবিন, কিবোর্ডে অসিত ঘোষ, তবলায় সুব্রত রায় টিটু, বাঁশিতে মুখলেছুর রহমান, অক্টোপ্যাডে রূপম এবং গীটারে ইমরান আহমেদ।

উদীচীকর্মী মাসুদুর রহমানের সঞ্চালনায় গানের বিরতিতে পিয়া বৈশ্যের সঙ্গীতজীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন: ওস্তাদ নিখিল সরকার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, কবি স্বপন কুমার পাল, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরি সদস্য স্বপন চৌধুরী দিলু, দৈনিক জননেত্র সম্পাদক এম মুখলেছুর রহমান খান ও সাংবাদিক সঞ্জয় সরকার। শুরুতে পিয়া বৈশ্যের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রাজন ভদ্র। রাত ১০টা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

পিয়া বৈশ্য শৈশবকাল থেকে সঙ্গীত চর্চায় মগ্ন। ওস্তাদ বানেশ^র ভট্টাচার্যের কাছে তার হাতেখড়ি। এরপর ওস্তা নিখিল সরকারের কাছে সাধারণ সঙ্গীত এবং ওস্তাদ গোপাল দত্ত ও সঞ্জীব দে’র কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শেখেন। এছাড়া ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে ক্লাসিক্যাল মিউজিকের ওপর ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেন। ২০০৫ সালে তিনি এনটিভি প্রযোজিত ‘ক্লোজআপ ওয়ান’ সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ তালিকায় স্থান পান। ২০১২ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভ‚ক্ত হন। ইউটিউবে তার গাওয়া বহু গান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নেত্রকোনায় শিল্পী পিয়া বৈশ্যের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ক্লোজআপ ওয়ান তারকা ও বিটিভির তালিকাভ‚ক্ত শিল্পী পিয়া বৈশ্যের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উদীচীর সঙ্গীত বিভাগ এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে পিয়া বৈশ্য ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়’ গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে ১৬টি নজরুলসঙ্গীত, লালনসঙ্গীত, জালালগীতি এবং রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম ও জসীম উদ্দিন রচিত লোকসঙ্গীত পরিবেশন করেন। এ সময় পিয়া বৈশ্যকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন: দোতারায় সারওয়ার কামাল রবিন, কিবোর্ডে অসিত ঘোষ, তবলায় সুব্রত রায় টিটু, বাঁশিতে মুখলেছুর রহমান, অক্টোপ্যাডে রূপম এবং গীটারে ইমরান আহমেদ।

উদীচীকর্মী মাসুদুর রহমানের সঞ্চালনায় গানের বিরতিতে পিয়া বৈশ্যের সঙ্গীতজীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন: ওস্তাদ নিখিল সরকার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, কবি স্বপন কুমার পাল, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরি সদস্য স্বপন চৌধুরী দিলু, দৈনিক জননেত্র সম্পাদক এম মুখলেছুর রহমান খান ও সাংবাদিক সঞ্জয় সরকার। শুরুতে পিয়া বৈশ্যের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রাজন ভদ্র। রাত ১০টা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

পিয়া বৈশ্য শৈশবকাল থেকে সঙ্গীত চর্চায় মগ্ন। ওস্তাদ বানেশ^র ভট্টাচার্যের কাছে তার হাতেখড়ি। এরপর ওস্তা নিখিল সরকারের কাছে সাধারণ সঙ্গীত এবং ওস্তাদ গোপাল দত্ত ও সঞ্জীব দে’র কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শেখেন। এছাড়া ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে ক্লাসিক্যাল মিউজিকের ওপর ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেন। ২০০৫ সালে তিনি এনটিভি প্রযোজিত ‘ক্লোজআপ ওয়ান’ সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ তালিকায় স্থান পান। ২০১২ সালে বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভ‚ক্ত হন। ইউটিউবে তার গাওয়া বহু গান রয়েছে।