নেত্রকোনা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত আল-আমিনের বাড়িতে শোকের মাতম

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীর এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার জেদ্দার বরিমান মারমা সড়কে ডিউটিরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আওলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল-আমিন (৩২)।

একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।

এ ঘটনায় নিহত অপর দুজন হলো ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া ও নরসিংদী জেলার মনোহরদীর উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাওসার মিয়া। নিহতরা সবাই সৌদির ইয়ামামা কোম্পানিতে চার বছর যাবত কাজ করতেন।

নিহত আল-আমিনের স্ত্রী বিলকিস বেগম মূর্চা যেতে যেতে বলেন, জামাইরে তো আর পাবোনা সরকার যাইন লাশটা আইন্ন্যা দেয়, শেষ দেখা যেন দেখতে পারি।

নিহতের বাবা ফরহাদ আলী মূর্চা প্রায় অবস্থায় বলেন, লাশ আনার মতোন টাকা আমগোর নাই, ঋণের টাকা ক্যামনে পরিশোধ করবো ? সরকার যেন লাশটা আইন্ন্যা দেয়।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আঃ ছালাম বাঙ্গালী সরকারি ব্যবস্থাপনায় অতিদ্রæত লাশটি দেশে আনার আকুতি জানিয়ে বলেন,একমাত্র ছেলেকে হারিয়ে নিহত আল-আমিনের বয়োবৃদ্ধ বাবা-মা এখন অসহায় হয়ে পড়লো। যতদ্রæত সম্ভব তাদেরকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত আল-আমিনের বাড়িতে শোকের মাতম

আপডেট : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের কালিহাতীর এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার জেদ্দার বরিমান মারমা সড়কে ডিউটিরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আওলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল-আমিন (৩২)।

একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস।

এ ঘটনায় নিহত অপর দুজন হলো ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া ও নরসিংদী জেলার মনোহরদীর উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাওসার মিয়া। নিহতরা সবাই সৌদির ইয়ামামা কোম্পানিতে চার বছর যাবত কাজ করতেন।

নিহত আল-আমিনের স্ত্রী বিলকিস বেগম মূর্চা যেতে যেতে বলেন, জামাইরে তো আর পাবোনা সরকার যাইন লাশটা আইন্ন্যা দেয়, শেষ দেখা যেন দেখতে পারি।

নিহতের বাবা ফরহাদ আলী মূর্চা প্রায় অবস্থায় বলেন, লাশ আনার মতোন টাকা আমগোর নাই, ঋণের টাকা ক্যামনে পরিশোধ করবো ? সরকার যেন লাশটা আইন্ন্যা দেয়।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য আঃ ছালাম বাঙ্গালী সরকারি ব্যবস্থাপনায় অতিদ্রæত লাশটি দেশে আনার আকুতি জানিয়ে বলেন,একমাত্র ছেলেকে হারিয়ে নিহত আল-আমিনের বয়োবৃদ্ধ বাবা-মা এখন অসহায় হয়ে পড়লো। যতদ্রæত সম্ভব তাদেরকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।