শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৫ মেডিকেল কলেজের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অনন্য সাফল্য

 |  আপডেট ১২:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট  | 255

৫৫ মেডিকেল কলেজের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অনন্য সাফল্য

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫৫টি মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ অনন্য সাফল্য অর্জন করেছে।

গত মে মাসে অনুষ্ঠিত এ এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছ।


৫৫টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ছাত্রী যারিন তাসনিম হুদা প্রথম স্থান এবং সামিউন ফাতেহা ইরা তৃতীয় স্থান লাভ করেছে।

এছাড়া এ কলেজ থেকে আরো ৮জন ছাত্র-ছাত্রী অনার্স মার্ক পেয়েছে। কলেজটিতে পাসের হার শতকরা ৮৬।

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠিত মাত্র ৬ বছরেরর মধ্যে এ কলেজ থেকে এমন অভূতপূর্ব ফলাফল অর্জন নজিরবিহীন।

বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মতো প্রাচীন ও সুনামধন্য মেডিকেল কলেজকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করা এ কলেজটি কৃতিত্ব বহন করে।

বৃহস্পতিবার দ্বিতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজের কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন জানান, শিক্ষকদের দক্ষতা ও নিরলস কর্মপ্রচেষ্টা আর ছাত্র-ছাত্রীদের একাগ্রতার ফলেই এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি কলেজের ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com