নেত্রকোনা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত, দুর্গাপুরে শোকের মাতম

জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামের মুন্সিবাড়ীর মোঃ সায়েদুর রহমানের গার্মেন্টস ব্যবসায়ি ছেলে তাঁর স্ত্রী, পুত্র, মেয়েসহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রফিকুল ইসলাম জীবন (৪৫), স্ত্রী শামছুন্নাহার (৩৫), কলেজ পড়–য়া ছেলে নাবিল ইসলাম (১৮), স্কুল পড়–য়া মেয়ে রওনাক জাহান (১৩) ও শ্যালক আশরাফুল ইসলাম (২১)।



পারিবারিক সুত্রে জানাগেছে, ঈদের ছুটিতে ব্যবসাকেন্দ্র নরসিংদীর মাধবদী থেকে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে শশুরবাড়ীতে স্ব-পরিবারে ঈদ করতে আসেন রফিকুল ইসলাম। ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে ঈশ^রগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় রফিকুল ইসলামের প্রাইভেটকার পৌছলে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রæত গতির একটি বাস ওভারটেক করার সময় তাঁদের চাঁপা দেয়।



এতে প্রাইভেটকারটি দুমরে মুচরে গেলে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামছুন্নাহার মারা যায়। এ সময় আশপাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাইভেটকারে থাকা অন্যান্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন। রফিকুল ইসলামের শিশুপুত্র নাহিদ ও গাড়ীর ড্রাইভার সেলিম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।



রফিকুল ইসলামের চাচা মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে তাঁদের লাশ হাসপাতাল থেকে ঈশ^রগঞ্জের মধুপুরে ১ম জানাযা ও পরে দুর্গাপুরের চন্ডিগড়ে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁদের এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে।



শোকাহত পরিবারের প্রতি স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, দুর্গাপুর প্রেসক্লাব, ঢাকাস্থ দুর্গাপুর সমিতি, কমরেড মনিসিংহ স্মৃতি পরিষদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত, দুর্গাপুরে শোকের মাতম

আপডেট : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯

জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামের মুন্সিবাড়ীর মোঃ সায়েদুর রহমানের গার্মেন্টস ব্যবসায়ি ছেলে তাঁর স্ত্রী, পুত্র, মেয়েসহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রফিকুল ইসলাম জীবন (৪৫), স্ত্রী শামছুন্নাহার (৩৫), কলেজ পড়–য়া ছেলে নাবিল ইসলাম (১৮), স্কুল পড়–য়া মেয়ে রওনাক জাহান (১৩) ও শ্যালক আশরাফুল ইসলাম (২১)।



পারিবারিক সুত্রে জানাগেছে, ঈদের ছুটিতে ব্যবসাকেন্দ্র নরসিংদীর মাধবদী থেকে ময়মনসিংহের ঈশ^রগঞ্জে শশুরবাড়ীতে স্ব-পরিবারে ঈদ করতে আসেন রফিকুল ইসলাম। ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে ঈশ^রগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় রফিকুল ইসলামের প্রাইভেটকার পৌছলে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রæত গতির একটি বাস ওভারটেক করার সময় তাঁদের চাঁপা দেয়।



এতে প্রাইভেটকারটি দুমরে মুচরে গেলে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামছুন্নাহার মারা যায়। এ সময় আশপাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাইভেটকারে থাকা অন্যান্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষনা করেন। রফিকুল ইসলামের শিশুপুত্র নাহিদ ও গাড়ীর ড্রাইভার সেলিম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।



রফিকুল ইসলামের চাচা মো. হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে তাঁদের লাশ হাসপাতাল থেকে ঈশ^রগঞ্জের মধুপুরে ১ম জানাযা ও পরে দুর্গাপুরের চন্ডিগড়ে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁদের এই অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে।



শোকাহত পরিবারের প্রতি স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ইউএনও ফারজানা খানম, দুর্গাপুর প্রেসক্লাব, ঢাকাস্থ দুর্গাপুর সমিতি, কমরেড মনিসিংহ স্মৃতি পরিষদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।