নেত্রকোনা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে রাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

  • আপডেট : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৮

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিকের চোখ তুলে নেওয়ার হুমকির অভিযোগে শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেকক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হাশেম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর দায়ে কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে একটি তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুই নেতা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও সাংবাদিক আব্দুর রহমান আশিকের রুমে গিয়ে ‘চোখ তুলে নিবো’ বলে হুমকি দেয়। ঘটনাস্থলে উপস্থিত আরেক সাংবাদিককেও তারা তুই-তোকারি করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে রাবি ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

আপডেট : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিকের চোখ তুলে নেওয়ার হুমকির অভিযোগে শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেকক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক এবং উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হাশেম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে অনাকাঙ্খিত ঘটনার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর দায়ে কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে একটি তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুই নেতা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও সাংবাদিক আব্দুর রহমান আশিকের রুমে গিয়ে ‘চোখ তুলে নিবো’ বলে হুমকি দেয়। ঘটনাস্থলে উপস্থিত আরেক সাংবাদিককেও তারা তুই-তোকারি করে।