মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সহস্রধিক মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

 |  আপডেট ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | প্রিন্ট  | 312

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সহস্রধিক মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি:
’’স্বল্প খরচ উন্নতমান সর্বোত্তম চিকিৎসা সেবা’’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সিলেটের আল-হারামাইন হাসপাতাল প্রা: লি: উদ্যোগে সহস্রাধিক গরীব-অসহায় মানুষদের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১ টায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আল হারামাইন হাসপাতাল প্রা.লি. এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাখাওয়াৎ হোসেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক আব্দুর রহিম রিপন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জনপ্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আল-হারামাইন হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সহ¯্রাধিক মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com