মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পাহাড়-টিলা কেটে মাটি পরিবেশ ধ্বংস  হুমকির জীববৈচিত্র্য

 |  আপডেট ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | প্রিন্ট  | 201

শ্রীমঙ্গলে পাহাড়-টিলা কেটে মাটি পরিবেশ ধ্বংস  হুমকির জীববৈচিত্র্য

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার শ্রীমঙ্গলে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রি,বাসা-বাড়ি নিমার্ণ,হোটেল রেস্ট হাউজ তৈরির ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সবুজ প্রকৃতির লীলাভূমি শ্রীমঙ্গল। উঁচু-নিচু টিলা আর পাহাড়ে ঘেরা বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দযের্র সম্ভার।


অবাধে পাহাড়-টিলা কেটে ফেলায় উপজেলার পরিবেশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের রাধানগর,বিষামণি,মোহাজিরাবাদ,দিলবরনগরসহ বিভিন্ন এলাকায় পাহাড় এবং টিলা কাটার মহোৎসব চলছে। পরিবেশ আইন অমান্য কোরে প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। অনেকেই এসব পাহাড় সমতল করে বাড়িও নির্মাণ করেছেন। এতে উপজেলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।

পরিবেশ বাদীরা বলছে,অতিসত্বর এদেরকে আইনের আওতায় আনা না হলে আমাদের পরিবেশ ও পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়বে।
এদিকে, সবাইকে সচেতনতার পাশাপাশি অপরাধীদের বিচারে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পাহাড় বা টিলা কাটা অপরাধ,আমরা যথাসম্ভব আইনি প্রক্রিয়ায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। ইতোমধ্যে পাহাড়-টিলা কাটা নিয়ে দুটি মামলা হয়েছে। যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com