মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

 |  আপডেট ৩:০০ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০১৯ | প্রিন্ট  | 294

শ্রীবরদীতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।


এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুজ্জামান, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষর্থী জান্নাত। এসময় ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com