নেত্রকোনা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক নেত্রকোনার সৌরভ

বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর স্লোগান মাস্টার খ্যাত সাজ্জাতুর রহমান সৌরভ। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭৫ তম ব্যাচ এর ছাত্র।

সাজ্জাতুর রহমান সৌরভ ২০১২ সালে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। স্কুল জীবন থেকেই তিনি  বঙ্গবন্ধুর আদর্শ এবং শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পদপ্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর প্রতি। তিনি তার প্রতিক্রিয়ায় অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান। এসময় তিনি  বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় দুই বছর পর ২২২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

এতে সহ-সভাপতি পদে ৬০ জন, যুগ্ম সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সহ-সম্পাদক পদে ২৬ জনের নাম ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক নেত্রকোনার সৌরভ

আপডেট : ১০:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০

বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর স্লোগান মাস্টার খ্যাত সাজ্জাতুর রহমান সৌরভ। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭৫ তম ব্যাচ এর ছাত্র।

সাজ্জাতুর রহমান সৌরভ ২০১২ সালে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। স্কুল জীবন থেকেই তিনি  বঙ্গবন্ধুর আদর্শ এবং শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

পদপ্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর প্রতি। তিনি তার প্রতিক্রিয়ায় অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান। এসময় তিনি  বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় দুই বছর পর ২২২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

এতে সহ-সভাপতি পদে ৬০ জন, যুগ্ম সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সহ-সম্পাদক পদে ২৬ জনের নাম ঘোষণা করা হয়।