বুধবার ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে ডেঙ্গু পরিস্থিতি, অবৈধ পলিব্যাগ ও উন্নয়ন কর্মকান্ড বিষয়ক মতবিনিময়

 |  আপডেট ৬:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯ | প্রিন্ট  | 168

শেরপুরে ডেঙ্গু পরিস্থিতি,  অবৈধ পলিব্যাগ ও উন্নয়ন কর্মকান্ড বিষয়ক মতবিনিময়

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ডেঙ্গু পরিস্থিতি, অবৈধ পলিব্যাগ ও উন্নয়ন কর্মকা- বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও ডেঙ্গু পরিস্থিতির খোঁজ-খবর নেন।


জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।

এছাড়াও এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com