নেত্রকোনা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তায় প্রাচীর, প্রতিবেশীর ছাদ দিয়ে চলাচল অবরুদ্ধ পরিবারের

  • আপডেট : ০১:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৩৬

বগুড়া: শহরের বৃন্দাবন পাড়ায় যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় দুই বছর ধরে একটি পরিবার প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। প্রতিদিন তারা বাড়ি থেকে বের হওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পাশের বাড়ির ছাদে কাঠের পাটাতন ও সিমেন্টের স্লাবের ওপর দিয়ে যাতায়ত করেন। পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও দুর্ভোগ ও অবরুদ্ধ পরিবারটির সমস্যার সমাধান হয়নি।,

অভিযোগে জানা যায়, পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বৃন্দাবন উত্তরপাড়ার খোরশেদ আলমের স্ত্রী আইরিন মোস্তারী ক্যামেলি তার দুই সন্তান, স্বামী ও নাতিকে নিয়ে বসবাস করেন। খোরশেদ আলম ১৬ বছর ধরে নিরুদ্দেশ। কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসনেনি। সেই থেকে ক্যামেলি ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন। বিপত্তি বাঁধে ওই জায়গায় বাড়ি নির্মান করার সময়। ২০২০ সালে বাড়ি নির্মাণের প্রথম দিকে প্রতিবেশী শরিক মৃত মতিয়ার রহমানের ছেলে জাকির হোসেন, ফারুক হোসেন ও মিলন হোসেন সঙ্গে সুর্ম্পক থাকায় সমস্যা হয়নি। ক্যামেলিয়া জানান, তার চাচা শ্বশুর মতিয়ার রহমানের সঙ্গে স্বামী খোরশেদ আলমের বাড়ির রাস্তা নিয়ে একটি লিখিত অঙ্গীকার নামা হয়েছিলে ১৯৯৪ সালে।,

 

আর স্বামী নিরুদ্দেশ হওয়ার পর থেকে অসহায় অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দেন। আর টিনের ঘরের স্থলে পাকাবাড়ি করা শুরু করেন তারা। তবে এই নির্মান কাজের মাঝপথেইে ২০২০ সালে চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর তুলে দেন প্রতিবেশি তিন শরিক। এতে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। বাড়ির পিছন অংশে কবরস্থান। উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের আবাসিক কোয়ার্টার, সামনের অংশে চলাচলের রাস্তার ওপর প্রাচীর তুলে দেওয়া।,

 

দক্ষিণে প্রতিবেশী খন্দকার মাহবুবুর রহমানের বাড়ি। এখন সেই বাড়ির তৃতীয় তলার ছাদের ওপরে বসানো কাঠের পাঠাতন ও স্লবের ওপর দিয়ে ক্যামেলিয়া, মেয়ে তাছনিম উলফাত, জামাই আমিরুল ইসলাম, মেয়ের শিশু সন্তান আব্দুল্লাহ আল নুর(৮) ও ক্যামেলিয়ার ছেলে আরাফাত আলম রাদিফের চলাচলের একমাত্র পথ।,

 

শিশু আবদুল্লাহ স্কুলে যান তৃতীয়তলার এই ঝুকিপুর্ণ পাটাতন পার হয়ে অন্যের বাড়ির ভিতর দিয়ে। যার বাড়ির ছাদের ওপর দিয়ে অবরুদ্ধ পরিবারটি ঝুঁকি নিয়ে চলাচল করেন সেই মাহবুবুর রহমানের স্ত্রী নিলুফা বেগম জানালেন, মানবিক কারণে তিনি নিজের বাড়ির ভিতর দিয়ে ছাদে ওঠার অনুমতি ও পাটাতন দিয়েছেন। তবে এটির স্থায়ী সমাধান প্রয়োজন। ক্যামেলির ৫ সদস্যের পরিবারটি অমানবিক ভাবে অবরুদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন।,

 

এ বিষয়ে পরিবারটি পুলিশ ও এলাকার কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার শরণাপন্ন হয়েও লাভ হয়নি। এ ব্যাপারে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন। একাধিকবার সেখানে গিয়েছেন। প্রাচীরের বিষয়টি সত্য। পৌর মেয়র বিষয়টি তদন্ত করার জন্য তাকে বলেছেন। তিনি তদন্ত করে প্রতিবেদন দিবেন এবং বিষয়টির সমাধানেরও চেস্টা করছেন।,

 

অপর দিকে ক্যামলিয়ার প্রবিবেশি(চাচাত দেবর) শরিক ফারুক হোসেন জানান, রাস্তা দেওয়ার কোন লিখিত অঙ্গীকার নেই। এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার সুপার সুদীপ কুমার জানান, বিষয়টি তাদের জানা নেই। পরিবারটি তাদের সঙ্গে যোগাযেগ করলে আইনগত সহায়তা দেও হব
ে।,

 

The post appeared first on Sarabangla http://dlvr.it/SZ0LVB

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রাস্তায় প্রাচীর, প্রতিবেশীর ছাদ দিয়ে চলাচল অবরুদ্ধ পরিবারের

আপডেট : ০১:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

বগুড়া: শহরের বৃন্দাবন পাড়ায় যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় দুই বছর ধরে একটি পরিবার প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। প্রতিদিন তারা বাড়ি থেকে বের হওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পাশের বাড়ির ছাদে কাঠের পাটাতন ও সিমেন্টের স্লাবের ওপর দিয়ে যাতায়ত করেন। পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও দুর্ভোগ ও অবরুদ্ধ পরিবারটির সমস্যার সমাধান হয়নি।,

অভিযোগে জানা যায়, পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বৃন্দাবন উত্তরপাড়ার খোরশেদ আলমের স্ত্রী আইরিন মোস্তারী ক্যামেলি তার দুই সন্তান, স্বামী ও নাতিকে নিয়ে বসবাস করেন। খোরশেদ আলম ১৬ বছর ধরে নিরুদ্দেশ। কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসনেনি। সেই থেকে ক্যামেলি ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন। বিপত্তি বাঁধে ওই জায়গায় বাড়ি নির্মান করার সময়। ২০২০ সালে বাড়ি নির্মাণের প্রথম দিকে প্রতিবেশী শরিক মৃত মতিয়ার রহমানের ছেলে জাকির হোসেন, ফারুক হোসেন ও মিলন হোসেন সঙ্গে সুর্ম্পক থাকায় সমস্যা হয়নি। ক্যামেলিয়া জানান, তার চাচা শ্বশুর মতিয়ার রহমানের সঙ্গে স্বামী খোরশেদ আলমের বাড়ির রাস্তা নিয়ে একটি লিখিত অঙ্গীকার নামা হয়েছিলে ১৯৯৪ সালে।,

 

আর স্বামী নিরুদ্দেশ হওয়ার পর থেকে অসহায় অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দেন। আর টিনের ঘরের স্থলে পাকাবাড়ি করা শুরু করেন তারা। তবে এই নির্মান কাজের মাঝপথেইে ২০২০ সালে চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর তুলে দেন প্রতিবেশি তিন শরিক। এতে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। বাড়ির পিছন অংশে কবরস্থান। উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের আবাসিক কোয়ার্টার, সামনের অংশে চলাচলের রাস্তার ওপর প্রাচীর তুলে দেওয়া।,

 

দক্ষিণে প্রতিবেশী খন্দকার মাহবুবুর রহমানের বাড়ি। এখন সেই বাড়ির তৃতীয় তলার ছাদের ওপরে বসানো কাঠের পাঠাতন ও স্লবের ওপর দিয়ে ক্যামেলিয়া, মেয়ে তাছনিম উলফাত, জামাই আমিরুল ইসলাম, মেয়ের শিশু সন্তান আব্দুল্লাহ আল নুর(৮) ও ক্যামেলিয়ার ছেলে আরাফাত আলম রাদিফের চলাচলের একমাত্র পথ।,

 

শিশু আবদুল্লাহ স্কুলে যান তৃতীয়তলার এই ঝুকিপুর্ণ পাটাতন পার হয়ে অন্যের বাড়ির ভিতর দিয়ে। যার বাড়ির ছাদের ওপর দিয়ে অবরুদ্ধ পরিবারটি ঝুঁকি নিয়ে চলাচল করেন সেই মাহবুবুর রহমানের স্ত্রী নিলুফা বেগম জানালেন, মানবিক কারণে তিনি নিজের বাড়ির ভিতর দিয়ে ছাদে ওঠার অনুমতি ও পাটাতন দিয়েছেন। তবে এটির স্থায়ী সমাধান প্রয়োজন। ক্যামেলির ৫ সদস্যের পরিবারটি অমানবিক ভাবে অবরুদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন।,

 

এ বিষয়ে পরিবারটি পুলিশ ও এলাকার কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার শরণাপন্ন হয়েও লাভ হয়নি। এ ব্যাপারে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন। একাধিকবার সেখানে গিয়েছেন। প্রাচীরের বিষয়টি সত্য। পৌর মেয়র বিষয়টি তদন্ত করার জন্য তাকে বলেছেন। তিনি তদন্ত করে প্রতিবেদন দিবেন এবং বিষয়টির সমাধানেরও চেস্টা করছেন।,

 

অপর দিকে ক্যামলিয়ার প্রবিবেশি(চাচাত দেবর) শরিক ফারুক হোসেন জানান, রাস্তা দেওয়ার কোন লিখিত অঙ্গীকার নেই। এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার সুপার সুদীপ কুমার জানান, বিষয়টি তাদের জানা নেই। পরিবারটি তাদের সঙ্গে যোগাযেগ করলে আইনগত সহায়তা দেও হব
ে।,

 

The post appeared first on Sarabangla http://dlvr.it/SZ0LVB