শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবির ১১তম সমাবর্তন ৩০ নভেম্বর

  • আপডেট : ০৩:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • ১১৮৭ বার পঠিত

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

আগামী ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসন প্রফেসর প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এ বিষয়ে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ১১তম সমাবর্তনে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সার্ভিস চার্জসহ রেজিস্ট্রেশন ফি ৩,৫৭০.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.ru.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

তিনি আরো জানান, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবর্তন সাংগঠনিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি ও স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

নেত্রকোণায় চালের বস্তার উপর জাত উৎপাদন ও মিলগেট মুল্যসহ মুদ্রিতকরণ উদ্বোধন

রাবির ১১তম সমাবর্তন ৩০ নভেম্বর

আপডেট : ০৩:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

আগামী ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসন প্রফেসর প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এ বিষয়ে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ১১তম সমাবর্তনে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সার্ভিস চার্জসহ রেজিস্ট্রেশন ফি ৩,৫৭০.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.ru.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

তিনি আরো জানান, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবর্তন সাংগঠনিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি ও স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়।