শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটির কুতুকছড়ি সরকারী প্রাথমিক আবাসিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : ০২:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • ১১৮২ বার পঠিত

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, আমাদের প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। সকল মানুষকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের সফলতা আসবে না।

শনিবার সকালে রাঙ্গামাটির দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আবাসিক ভবনের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুদর্শী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুতুকছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বুদ্ধ চরন চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেভিড চাকমা।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা অর্জনের জন্য সরকার যেমন দায়িত্বশীল। ঠিক তেমনি পরিবারকেউ দায়িত্বশীল হতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধমুলক শিক্ষা প্রদান করতে হবে।
এর আগে চেয়ারম্যান দক্ষিণ কুতুবছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের আবাসিক ভবন পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের হাতে শিক্ষার্থীদের জন্য শতাধিক শীতবস্ত্রগুলো প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

রাঙ্গামাটির কুতুকছড়ি সরকারী প্রাথমিক আবাসিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০২:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, আমাদের প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। সকল মানুষকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের সফলতা আসবে না।

শনিবার সকালে রাঙ্গামাটির দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আবাসিক ভবনের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুদর্শী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুতুকছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বুদ্ধ চরন চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেভিড চাকমা।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা অর্জনের জন্য সরকার যেমন দায়িত্বশীল। ঠিক তেমনি পরিবারকেউ দায়িত্বশীল হতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধমুলক শিক্ষা প্রদান করতে হবে।
এর আগে চেয়ারম্যান দক্ষিণ কুতুবছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের আবাসিক ভবন পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের হাতে শিক্ষার্থীদের জন্য শতাধিক শীতবস্ত্রগুলো প্রদান করেন।