নেত্রকোনা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ব্রিটিশ কাউন্সিলের পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন শুরু

  • আপডেট : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ১৮৮

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
‘চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগারে দুই দিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের আয়োজক রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগার ও ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প।

বুধবার সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এজেএম আব্দুল্যাহেল বাকী।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেলা সরকারী গণগ্রন্থাগারের আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহানের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রন্থাগার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরুল হুদা, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রামের প্রতিনিধি জিনাত আরা আফরোজ ।

স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগারের সহাকারি লাইব্রেরিয়ান সুনীল ময় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি বেতারের উপস্থাপক শিখা ত্রিপুরা। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরির কোন বিকল্প নেই। বক্তরা বলেন, সমাজে জ্ঞানী মানুষদের সর্বদা মর্যাদার সাথেই সকলে দেখে। তাই মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক লাইব্রেরিতে এসে বই পড়তে হবে। বক্তরা আরো বলেন, বর্তমানে লাইব্রেরিটিতে ইন্টারনেট সুবিধা আছে। মস্তিস্কের বিকাশের জন্য ইন্টারনেট থেকে জ্ঞানের নানা ধরণের বই পড়তে হবে। সোশ্যাল মিডিয়া এবং মাদক থেকে দূরে থেকে সকলকে লাইব্রেরিমুখী হওয়ার আহ্বান জানান বক্তরা।

আয়োজকরা জানান, ২দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইনে “ডিজিটালাইজড পাঠ প্রযুক্তি জ্ঞানের আলোয় আনবে মুক্তি” এ বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, টয়ব্রিকস প্রতিযোগিতা’সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি’সহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় অনুষ্ঠিত হবে এই ক্যাম্পেইনটি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

রাঙ্গামাটিতে ব্রিটিশ কাউন্সিলের পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন শুরু

আপডেট : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
‘চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগারে দুই দিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের আয়োজক রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগার ও ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প।

বুধবার সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এজেএম আব্দুল্যাহেল বাকী।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেলা সরকারী গণগ্রন্থাগারের আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহানের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রন্থাগার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরুল হুদা, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রামের প্রতিনিধি জিনাত আরা আফরোজ ।

স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগারের সহাকারি লাইব্রেরিয়ান সুনীল ময় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি বেতারের উপস্থাপক শিখা ত্রিপুরা। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরির কোন বিকল্প নেই। বক্তরা বলেন, সমাজে জ্ঞানী মানুষদের সর্বদা মর্যাদার সাথেই সকলে দেখে। তাই মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক লাইব্রেরিতে এসে বই পড়তে হবে। বক্তরা আরো বলেন, বর্তমানে লাইব্রেরিটিতে ইন্টারনেট সুবিধা আছে। মস্তিস্কের বিকাশের জন্য ইন্টারনেট থেকে জ্ঞানের নানা ধরণের বই পড়তে হবে। সোশ্যাল মিডিয়া এবং মাদক থেকে দূরে থেকে সকলকে লাইব্রেরিমুখী হওয়ার আহ্বান জানান বক্তরা।

আয়োজকরা জানান, ২দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইনে “ডিজিটালাইজড পাঠ প্রযুক্তি জ্ঞানের আলোয় আনবে মুক্তি” এ বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, টয়ব্রিকস প্রতিযোগিতা’সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি’সহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় অনুষ্ঠিত হবে এই ক্যাম্পেইনটি।