নেত্রকোনা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোহনগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুর, নারীসহ আহত-১৫

  • আপডেট : ০৭:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
  • ৩০১

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ১৫জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ আগষ্ট্র) সন্ধ্যায় উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে মামলা রুজু করা হয়েছে।

এদের মধ্যে এক কলেজ ছাত্রীও রয়েছে। আহত নয়জনকে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে আনলে এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায়  ময়ময়সিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, খোকন মিয়া (৪২), আ. ছাত্তার (৭৫), রাকিব (১৯), আছিয়া (৬৫), মঞ্জুরা (৫০), আখি আক্তার (২৫), শাহীনুরা (৪৫), রাবেয়া (৫৫) ও কলেজ ছাত্রী ইয়াসমিন আক্তারসহ (১৮) আরো অনেকে। এদের মধ্যে গুরুতর আহত আ. ছাত্তার, মঞ্জুরা ও শাহীনুরকে ময়ময়সিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় শনিবার সকালে ১৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী আবু তাহের জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ গৃহবন্দি করে রাখে একই গ্রামের জায়েদ রণুর নেতৃত্বে কতিপয় লোকজন । পরে শুক্রবার সন্ধ্যায় বাড়ির ভেতরে ঢুকে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে পরিবারের সদস্যরা গুরুতর জখম হয়।

এ সময় তারা আতংক সৃষ্টি করে ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের ভয়ে বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে পড়লে, সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের উপর হামলা চালায়। তাদের হামলা থেকে বাড়ির বয়স্করাও বাদ যায়নি। ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠায়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোহনগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুর, নারীসহ আহত-১৫

আপডেট : ০৭:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ১৫জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ আগষ্ট্র) সন্ধ্যায় উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে মামলা রুজু করা হয়েছে।

এদের মধ্যে এক কলেজ ছাত্রীও রয়েছে। আহত নয়জনকে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে আনলে এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায়  ময়ময়সিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, খোকন মিয়া (৪২), আ. ছাত্তার (৭৫), রাকিব (১৯), আছিয়া (৬৫), মঞ্জুরা (৫০), আখি আক্তার (২৫), শাহীনুরা (৪৫), রাবেয়া (৫৫) ও কলেজ ছাত্রী ইয়াসমিন আক্তারসহ (১৮) আরো অনেকে। এদের মধ্যে গুরুতর আহত আ. ছাত্তার, মঞ্জুরা ও শাহীনুরকে ময়ময়সিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় শনিবার সকালে ১৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী আবু তাহের জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ গৃহবন্দি করে রাখে একই গ্রামের জায়েদ রণুর নেতৃত্বে কতিপয় লোকজন । পরে শুক্রবার সন্ধ্যায় বাড়ির ভেতরে ঢুকে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে পরিবারের সদস্যরা গুরুতর জখম হয়।

এ সময় তারা আতংক সৃষ্টি করে ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের ভয়ে বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে পড়লে, সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের উপর হামলা চালায়। তাদের হামলা থেকে বাড়ির বয়স্করাও বাদ যায়নি। ঘটনার পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠায়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।