বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব মোদের চেতনায়-সালাউদ্দীন আহম্মেদ

 |  আপডেট ১০:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | প্রিন্ট  | 301

মুজিব মোদের চেতনায়-সালাউদ্দীন আহম্মেদ
তুমি মহান স্বাধীনতার স্থপতি-
বাঙালী জাতির অহংকার,
তুমি মোদের আস্থার প্রতীক-
নেতা বিশ্ব মানবতার।
তুমি কোটি মানুষের প্রাণের ষ্পন্দন-
মহান স্বাধীনতার মহা নায়ক,
তাইতো তোমার নামে কবিতা লিখি-
গান গেয়ে যায় গায়ক।
তোমার কবিতার অমর বাণীতে-
সে দিন গর্জে উঠেছিল বাঙালী,
দেশ স্বাধীন করে ঘরে ফিরে ছিল-
লক্ষ-কোটি স্বাধীনতা-কাঙালী।
তোমার জনপ্রিয়তা ছিল গগণ চুম্বি-
দেশ গড়ার স্বপ্ন ছিল দু‘চোখ ভরা,
নরপশুরা তোমায় বাঁচতে দিলনা-
করল এই পৃথিবী ছাড়া।
জনতার লাগি জেল-জুলুম, অত্যাচার-
সহ্য করেছ জীবনভর,
অকালে প্রাণ দিলে তবুও-
মনে একটুও হয়নি ডর।
তুমি ইতিহাসের এক অনন্য নাম,
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু-
শেখ মুজিবুর রহমান।
যতদিন রবে সোনার বাংলা
থাকবে ইতিহাসের পাতায়,
রবে তুমি সারা জীবন-
মুজিব মোদের চেতনায়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com