নেত্রকোনা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মদনে এলজিএসপি-৩ প্রকল্পে অনিয়মের অভিযোগ

  • আপডেট : ০৬:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ১৮৭

মোতাহার আলম চৌধুরী,মদন (নেত্রকোনা) প্রতিনিধি ঃ

নেত্রকোনার মদন উপজেলায় এলজিএসপি ৩ প্রকল্পের কাজে নিম্নমানের ইট-সুরকি সরবরাহ করায় কাজ  বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

উপজেলা নিবার্হী কর্মকতার্র কাযার্লয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে এলজিএসপি ৩  প্রকল্পের আওয়াতায় মাঘান ইউনিয়নে মাঘান গ্রামের পাকা রাস্তা হইতে রতন চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা পাকাকরণ প্রকল্পে ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। মদন উপজেলার ভূঁইয়া এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়। সরকারি বিধি উপেক্ষা করে নিম্ন মানের ইট-সুরকি দিয়ে  ইউপি সচিব জালাল উদ্দিন খান একক নেতৃত্বে ইউনিয়নের সকল এলজিএসপি-৩ এর কাজ ব্যাপক অনিয়মের মাধ্যমে বাস্তবায়ন করছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

সোমবার  সরজমিনে গেলে নিম্ন মানের ইট-সুরকির টেক দেখা যায়।  প্রকল্পের সভাপতি এ কাজ সম্পর্কে কিছুই জানে না।

এ সময় মাঘান গ্রামের রবিকুল ,কাছাল মিয়া  ক্ষোভ প্রকাশ করে বলেন,ইউপি সচিব জালাল খান নিম্ন মানের ইট সুরকি এনে কাজ শুরু করতে চাইলে আমরাসহ এলাকাবাসী কাজ করতে নিষেধ করি। সচিব ডেমারগাতি ও নয়াপাড়ায় দুটি প্রকল্পের যে কাজ করেছেন তাও নিম্ন মানের।

এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য ওয়াহাব মিয়া জানান, আমি প্রকল্পের সভাপতি কি-না জানি না। এখানে কি কি মালামাল আসবে, কিভাবে কাজ হবে তাও আমি জানি না। তবে চেয়ারম্যান সাহেব বলেছে কাজের দেখাশুনা করিও। ইউপি সচিব জালাল উদ্দিন খান মালামাল সরবারাহ ও কাজ করছেন।

ইউপি সচিব জালাল উদ্দিন খান বলেন, এ কাজ  মদনের ভূঁইয়া এন্টারপ্রাইজ পেয়েছে।

সুরকি নিম্নমানের হওয়ায় আমরাই কাজ বন্ধ করে দিয়েছি। এ কাজ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এলজিএসপি -৩ এর  ডিএফ পরিদর্শন করে থাকেন। ইউপি মেম্বার ওয়াহাব সরল সোজা, হে কিতা বুঝে ? মেম্বার বলছেন মালামাল ক্রয় আপনি নিজেই করছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে এড়িয়ে যান।

ভূঁইয়া এন্টারপ্রাইজের প্রোফাইটর মোঃ রফিক ভূঁইয়া প্রকল্পে নিম্ন মানের মালামাল সরবরাহ করা হয়েছে স্বীকার করে বলেন ,মালামাল পরিবর্তণ করেই কাজ করা হবে।

এ ব্যাপারে মঘান ইউপি চেয়ারম্যান জি এম সামছুল ইসলাম জানান , এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আব্দুল ওয়াহাব। সচিব কে নিয়ে তারাই কাজ বাস্তবায়ন করছে। এ বিষয়ে আমার আমার জানা নেই।

জেলা এলজি এসপি ৩ প্রকেল্পের ডিএফ মাসুদ কবির বলেন, প্রকল্পে নিম্নমানের কাজ করলে আমরা বিল দেব না।

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।

মদনে এলজিএসপি-৩ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৬:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

মোতাহার আলম চৌধুরী,মদন (নেত্রকোনা) প্রতিনিধি ঃ

নেত্রকোনার মদন উপজেলায় এলজিএসপি ৩ প্রকল্পের কাজে নিম্নমানের ইট-সুরকি সরবরাহ করায় কাজ  বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

উপজেলা নিবার্হী কর্মকতার্র কাযার্লয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে এলজিএসপি ৩  প্রকল্পের আওয়াতায় মাঘান ইউনিয়নে মাঘান গ্রামের পাকা রাস্তা হইতে রতন চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা পাকাকরণ প্রকল্পে ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। মদন উপজেলার ভূঁইয়া এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়। সরকারি বিধি উপেক্ষা করে নিম্ন মানের ইট-সুরকি দিয়ে  ইউপি সচিব জালাল উদ্দিন খান একক নেতৃত্বে ইউনিয়নের সকল এলজিএসপি-৩ এর কাজ ব্যাপক অনিয়মের মাধ্যমে বাস্তবায়ন করছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

সোমবার  সরজমিনে গেলে নিম্ন মানের ইট-সুরকির টেক দেখা যায়।  প্রকল্পের সভাপতি এ কাজ সম্পর্কে কিছুই জানে না।

এ সময় মাঘান গ্রামের রবিকুল ,কাছাল মিয়া  ক্ষোভ প্রকাশ করে বলেন,ইউপি সচিব জালাল খান নিম্ন মানের ইট সুরকি এনে কাজ শুরু করতে চাইলে আমরাসহ এলাকাবাসী কাজ করতে নিষেধ করি। সচিব ডেমারগাতি ও নয়াপাড়ায় দুটি প্রকল্পের যে কাজ করেছেন তাও নিম্ন মানের।

এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য ওয়াহাব মিয়া জানান, আমি প্রকল্পের সভাপতি কি-না জানি না। এখানে কি কি মালামাল আসবে, কিভাবে কাজ হবে তাও আমি জানি না। তবে চেয়ারম্যান সাহেব বলেছে কাজের দেখাশুনা করিও। ইউপি সচিব জালাল উদ্দিন খান মালামাল সরবারাহ ও কাজ করছেন।

ইউপি সচিব জালাল উদ্দিন খান বলেন, এ কাজ  মদনের ভূঁইয়া এন্টারপ্রাইজ পেয়েছে।

সুরকি নিম্নমানের হওয়ায় আমরাই কাজ বন্ধ করে দিয়েছি। এ কাজ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এলজিএসপি -৩ এর  ডিএফ পরিদর্শন করে থাকেন। ইউপি মেম্বার ওয়াহাব সরল সোজা, হে কিতা বুঝে ? মেম্বার বলছেন মালামাল ক্রয় আপনি নিজেই করছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে এড়িয়ে যান।

ভূঁইয়া এন্টারপ্রাইজের প্রোফাইটর মোঃ রফিক ভূঁইয়া প্রকল্পে নিম্ন মানের মালামাল সরবরাহ করা হয়েছে স্বীকার করে বলেন ,মালামাল পরিবর্তণ করেই কাজ করা হবে।

এ ব্যাপারে মঘান ইউপি চেয়ারম্যান জি এম সামছুল ইসলাম জানান , এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আব্দুল ওয়াহাব। সচিব কে নিয়ে তারাই কাজ বাস্তবায়ন করছে। এ বিষয়ে আমার আমার জানা নেই।

জেলা এলজি এসপি ৩ প্রকেল্পের ডিএফ মাসুদ কবির বলেন, প্রকল্পে নিম্নমানের কাজ করলে আমরা বিল দেব না।