শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 |  আপডেট ৬:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | প্রিন্ট  | 234

বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নাঈম আলী, মৌলভীবাজার:
মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রিসহ নানা কারণে মৌলভীবাজারের বড়লেখায় তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা শহরের মসজিদ মার্কেট, রেলওয়ে মার্কেট, পৌর মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়েছে।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে ময়না মিয়া ও জেসমিন নাহার নামের দুইজন ক্রেতার তাৎক্ষণিক অভিযোগে প্রেক্ষিতে ছায়েদ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার ২শ’ টাকা এবং তাজুল ইসলাম এন্ড সন্সকে ৩ হাজার ২শ’ টাকা, পৌর মার্কেটের রতন ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে অভিযোগকারী গণকে জরিমানার ২৫ শতাংশ ১৬’শ টাকা প্রদান করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com