নেত্রকোনা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক পরিচালকদের ঋণের ভার, শুধু তথ্য প্রকাশ নয়, ব্যবস্থাও নিতে হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ঋণখেলাপিদের তালিকা এবং ব্যাংক থেকে পরিচালকদের নেয়া ঋণের তথ্য প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সংসদে আগে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হলেও ব্যাংক পরিচালকদের ঋণের তথ্য এই প্রথম প্রকাশ করা হল। এতে দেখা যাচ্ছে, দেশের ৫৫টি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকরা ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন, যা ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের ১১ দশমিক ২১ শতাংশ।

ভালো হতো কোন্ পরিচালক কোন্ ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নিয়েছেন, যদি সে তথ্য উল্লেখ করা হতো। কিন্তু অর্থমন্ত্রীর দেয়া তথ্যে তা উল্লেখ করা হয়নি।

তবে তার দেয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের পরিচালকরা অন্য ব্যাংক ছাড়াও নিজ ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন, যার পরিমাণ মোট ঋণের শূন্য দশমিক ১৭ শতাংশ। উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংক পরিচালকরা নিজ ব্যাংক থেকে তাদের মোট শেয়ারের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে পারেন না। অনেক ব্যাংক পরিচালকের শেয়ারের পরিমাণ কম হওয়ায় তারা নিজ ব্যাংক থেকে বেশি ঋণ নিতে পারেন না। তাই তারা অন্য ব্যাংক থেকে ঋণ নেন।

তথ্যগুলো গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি, বিভিন্ন সময়ে ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগটি হল, ব্যাংক পরিচালকরা অন্য ব্যাংক থেকে ঋণ নেন এবং যোগসাজশের মাধ্যমে ভাগাভাগি করে নেয়া অধিকাংশ ঋণের টাকা আর ফেরত দেন না।

এর ফলে মন্দ ঋণের পরিমাণ বাড়ছে, যা দেশের ব্যাংকিং খাত তথা অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি সৃষ্টি করেছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে আরও বেশি আস্থা সংকটে পড়বে ব্যাংকিং খাত। বলা যায়, ভেঙে পড়বে দেশের ব্যাংকিং ব্যবস্থা।

অর্থমন্ত্রীর প্রকাশ করা তালিকা অনুযায়ী, দেশে ঋণখেলাপি প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ২৩৮। এর মধ্যে ৪ হাজার ১৯৮টি প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ আদায় হয়নি। বাকি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাত্র ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা আদায় হয়েছে।

সন্দেহ নেই, ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোও দেশের ব্যাংকিং খাতে ঝুঁকি সৃষ্টির জন্য দায়ী। এদের কালো তালিকাভুক্ত করা উচিত। আইএমএফের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ৪০ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২৫ শতাংশ। এ পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য একটি অশনিসংকেত। কাজেই আর কোনো ঋণ যাতে খেলাপি না হয় সেদিকে দৃষ্টি দেয়ার পাশাপাশি খেলাপি ঋণের আদায় বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

আমরা মনে করি, সংসদে শুধু তথ্য প্রকাশ নয়; ব্যাংকিং খাতের দুর্নীতিবাজ, ঋণ জালিয়াত ও খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এখনই সময়। এ খাতে দুর্নীতির জন্য প্রথমত দায় বর্তায় পরিচালনা পর্ষদের ওপর। তবে অনিয়ম-দুর্নীতি রোধে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাও জোরালো নয়।

বেসরকারি খাতের যেসব ব্যাংকের মালিক রাজনৈতিকভাবে শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে বাংলাদেশ ব্যাংকের পাশে অর্থ মন্ত্রণালয়কেও থাকতে হবে। তা না হলে লুটপাট ও খেলাপি ঋণের বর্তমান প্রবণতা বন্ধ হবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

ব্যাংক পরিচালকদের ঋণের ভার, শুধু তথ্য প্রকাশ নয়, ব্যবস্থাও নিতে হবে

আপডেট : ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ঋণখেলাপিদের তালিকা এবং ব্যাংক থেকে পরিচালকদের নেয়া ঋণের তথ্য প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সংসদে আগে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হলেও ব্যাংক পরিচালকদের ঋণের তথ্য এই প্রথম প্রকাশ করা হল। এতে দেখা যাচ্ছে, দেশের ৫৫টি ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকরা ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন, যা ব্যাংকগুলোর বিতরণকৃত মোট ঋণের ১১ দশমিক ২১ শতাংশ।

ভালো হতো কোন্ পরিচালক কোন্ ব্যাংক থেকে কী পরিমাণ ঋণ নিয়েছেন, যদি সে তথ্য উল্লেখ করা হতো। কিন্তু অর্থমন্ত্রীর দেয়া তথ্যে তা উল্লেখ করা হয়নি।

তবে তার দেয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের পরিচালকরা অন্য ব্যাংক ছাড়াও নিজ ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন, যার পরিমাণ মোট ঋণের শূন্য দশমিক ১৭ শতাংশ। উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংক পরিচালকরা নিজ ব্যাংক থেকে তাদের মোট শেয়ারের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে পারেন না। অনেক ব্যাংক পরিচালকের শেয়ারের পরিমাণ কম হওয়ায় তারা নিজ ব্যাংক থেকে বেশি ঋণ নিতে পারেন না। তাই তারা অন্য ব্যাংক থেকে ঋণ নেন।

তথ্যগুলো গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি, বিভিন্ন সময়ে ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগটি হল, ব্যাংক পরিচালকরা অন্য ব্যাংক থেকে ঋণ নেন এবং যোগসাজশের মাধ্যমে ভাগাভাগি করে নেয়া অধিকাংশ ঋণের টাকা আর ফেরত দেন না।

এর ফলে মন্দ ঋণের পরিমাণ বাড়ছে, যা দেশের ব্যাংকিং খাত তথা অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি সৃষ্টি করেছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে আরও বেশি আস্থা সংকটে পড়বে ব্যাংকিং খাত। বলা যায়, ভেঙে পড়বে দেশের ব্যাংকিং ব্যবস্থা।

অর্থমন্ত্রীর প্রকাশ করা তালিকা অনুযায়ী, দেশে ঋণখেলাপি প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ২৩৮। এর মধ্যে ৪ হাজার ১৯৮টি প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ আদায় হয়নি। বাকি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাত্র ২৫ হাজার ৮৩৬ কোটি ৪ লাখ টাকা আদায় হয়েছে।

সন্দেহ নেই, ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোও দেশের ব্যাংকিং খাতে ঝুঁকি সৃষ্টির জন্য দায়ী। এদের কালো তালিকাভুক্ত করা উচিত। আইএমএফের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ৪০ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২৫ শতাংশ। এ পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য একটি অশনিসংকেত। কাজেই আর কোনো ঋণ যাতে খেলাপি না হয় সেদিকে দৃষ্টি দেয়ার পাশাপাশি খেলাপি ঋণের আদায় বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

আমরা মনে করি, সংসদে শুধু তথ্য প্রকাশ নয়; ব্যাংকিং খাতের দুর্নীতিবাজ, ঋণ জালিয়াত ও খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এখনই সময়। এ খাতে দুর্নীতির জন্য প্রথমত দায় বর্তায় পরিচালনা পর্ষদের ওপর। তবে অনিয়ম-দুর্নীতি রোধে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাও জোরালো নয়।

বেসরকারি খাতের যেসব ব্যাংকের মালিক রাজনৈতিকভাবে শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে বাংলাদেশ ব্যাংকের পাশে অর্থ মন্ত্রণালয়কেও থাকতে হবে। তা না হলে লুটপাট ও খেলাপি ঋণের বর্তমান প্রবণতা বন্ধ হবে না।