নেত্রকোনা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবি’র ভিসির পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৪৫

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত সাংবাদিকরা। শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় তারা ‘ভিসির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘নাসির ভিসি, ছিঃ ছিঃ ছিঃ’, ‘আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি ¯েøাগান দেন।

এছাড়াও তাদের হাতে ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘চরিত্রহীন ভিসির পদত্যাগ চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও আগুন জ¦ালাও’, ‘কর্মরত সাংবাদিকের উপর হামলার বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলেও তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। পরে আন্দোলনে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যোগ দেয়।

আন্দোলনে বক্তারা বলেন, বশেমুরবিপ্রবি’র ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের উপর অতর্কিত হামলা চালিয়েছে ভিসির পোষা সন্ত্রাসীরা। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় সাংবাদিক জিনিয়াকেও বহিষ্কার করা হয়। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণে তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা দুর্নীতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই উপাচার্য স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। একজন শিক্ষকের আচরণ এমন হলে শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে? এ সময় তারা উপাচার্যের দ্রæত পদত্যাগ দাবি করেন।

অন্যথায় বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকেরাবশেমুরপ্রবিতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।অবরোধ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মিলিত হয়।

এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বশেমুরবিপ্রবি’র ইংরেজি দ্য ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন রাবির সাংবাদিকেরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি’র ভিসির পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মরত সাংবাদিকরা। শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় তারা ‘ভিসির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘নাসির ভিসি, ছিঃ ছিঃ ছিঃ’, ‘আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি ¯েøাগান দেন।

এছাড়াও তাদের হাতে ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘চরিত্রহীন ভিসির পদত্যাগ চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও আগুন জ¦ালাও’, ‘কর্মরত সাংবাদিকের উপর হামলার বিচার চাই, বিচার চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলেও তারা তাদের আন্দোলন চালিয়ে যায়। পরে আন্দোলনে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যোগ দেয়।

আন্দোলনে বক্তারা বলেন, বশেমুরবিপ্রবি’র ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের উপর অতর্কিত হামলা চালিয়েছে ভিসির পোষা সন্ত্রাসীরা। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় সাংবাদিক জিনিয়াকেও বহিষ্কার করা হয়। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণে তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা দুর্নীতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই উপাচার্য স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। একজন শিক্ষকের আচরণ এমন হলে শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে? এ সময় তারা উপাচার্যের দ্রæত পদত্যাগ দাবি করেন।

অন্যথায় বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকেরাবশেমুরপ্রবিতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।অবরোধ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে মিলিত হয়।

এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বশেমুরবিপ্রবি’র ইংরেজি দ্য ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন রাবির সাংবাদিকেরা।