নেত্রকোনা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়জনদের জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের জটিল প্রশ্নের জবাব দিতে নতুন চ্যাটবট বানিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ভুয়া তথ্যের বিষয়গুলো কীভাবে নিয়ন্ত্রণ করে এমন প্রশ্নগুলোর জবাবও মিলবে লিয়াম নামের এই চ্যাটবটটির কাছ থেকে।,

 

নির্বাচনকালীন ভূমিকা, ভুয়া খবর এবং তথ্য ছড়ানোয় আগের কয়েক বছর ধরেই সমালোচনার মধ্যে রয়েছে ফেসবুক। কেমব্রিক অ্যানালিটিকা তথ্য কেলেংকারির খবর সামনে আসার পর থেকে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ঠিক করতেও কঠিন সময় পার করতে হচ্ছে। এ ছাড়া লকড-আউট হওয়া গ্রাহকদের সহায়তা করতে পরামর্শও দিতে পারবে এটি।,

 

ফেসবুক জানিয়েছে, ফেসবুকের নতুন এই চ্যাটবট কর্মীদের অনুরোধের জবাব দিচ্ছে। এ ছাড়া আত্মীয়দের ই-মেইলে কী বলতে হবে সে বিষয়েও আগে কর্মীদের পরামর্শ দিয়েছে সে।,

 

কথোপকথন চলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটি সফটওয়্যারকেই সাধারণত চ্যাটবট বলা হয়।ঘৃণামূলক বক্তব্য নিয়ন্ত্রণ করার বেলায় ফেসবুক কী করে- লিয়ামকে এমন প্রশ্ন করা হলে জবাবটি হবে এমন- বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয় ফেসবুক। কনটেন্ট যাচাই করতে তারা আরও বেশি পর্যালোচক নিয়োগ দিয়েছে।,’

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রিয়জনদের জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

আপডেট : ১০:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯

সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের জটিল প্রশ্নের জবাব দিতে নতুন চ্যাটবট বানিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যম ভুয়া তথ্যের বিষয়গুলো কীভাবে নিয়ন্ত্রণ করে এমন প্রশ্নগুলোর জবাবও মিলবে লিয়াম নামের এই চ্যাটবটটির কাছ থেকে।,

 

নির্বাচনকালীন ভূমিকা, ভুয়া খবর এবং তথ্য ছড়ানোয় আগের কয়েক বছর ধরেই সমালোচনার মধ্যে রয়েছে ফেসবুক। কেমব্রিক অ্যানালিটিকা তথ্য কেলেংকারির খবর সামনে আসার পর থেকে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ঠিক করতেও কঠিন সময় পার করতে হচ্ছে। এ ছাড়া লকড-আউট হওয়া গ্রাহকদের সহায়তা করতে পরামর্শও দিতে পারবে এটি।,

 

ফেসবুক জানিয়েছে, ফেসবুকের নতুন এই চ্যাটবট কর্মীদের অনুরোধের জবাব দিচ্ছে। এ ছাড়া আত্মীয়দের ই-মেইলে কী বলতে হবে সে বিষয়েও আগে কর্মীদের পরামর্শ দিয়েছে সে।,

 

কথোপকথন চলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটি সফটওয়্যারকেই সাধারণত চ্যাটবট বলা হয়।ঘৃণামূলক বক্তব্য নিয়ন্ত্রণ করার বেলায় ফেসবুক কী করে- লিয়ামকে এমন প্রশ্ন করা হলে জবাবটি হবে এমন- বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয় ফেসবুক। কনটেন্ট যাচাই করতে তারা আরও বেশি পর্যালোচক নিয়োগ দিয়েছে।,’

সূত্র: বিবিসি