শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোরশায় নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ  |  আপডেট ৬:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট  | 330

পোরশায় নানা আয়োজনে মাতৃভাষা দিবস উদযাপন
নওগাঁর পোরশায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষা দিবস/ ২০২০উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ  কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
একই সাথে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, শিক্ষা অফিসার ওয়াজেদ আলি মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম দোস্তদার হোসেন, জনতা ব্যাংক ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।
এসময় পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।।
 সকাল ৮ ঘটিকায় একটি র‍্যালি/প্রভাতফেরি শহীদ পিংকু উচ্চ বিদ্যালয় মাঠ হতে  উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে এবং ভাষার মাসের প্রতি গুরুত্ব দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা  ও বিতর্ক  প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com