নেত্রকোনা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট : ০৯:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • ২৭৫

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় একটি ডাকাতি মামলায় মোঃ শহিদ (৫০) নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদ পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০০৪ সালে উপজেলার জারিয়া এলাকায় একটি ডাকাতির ঘটনায় তার বিরদ্ধে পূর্বধলায় থানায় মামলা দায়েরের পর ২০১৩ সালে বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের সস্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। এর পর দীর্ঘ দিন তিনি পলাতক ছিলেন।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো. আমিনুল ইসলাম খোকন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পূর্বধলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আপডেট : ০৯:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় একটি ডাকাতি মামলায় মোঃ শহিদ (৫০) নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদ পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০০৪ সালে উপজেলার জারিয়া এলাকায় একটি ডাকাতির ঘটনায় তার বিরদ্ধে পূর্বধলায় থানায় মামলা দায়েরের পর ২০১৩ সালে বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের সস্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। এর পর দীর্ঘ দিন তিনি পলাতক ছিলেন।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো. আমিনুল ইসলাম খোকন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।