বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

 |  আপডেট ১১:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০১৯ | প্রিন্ট  | 198

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মো: জায়েজুল ইসলাম:

“দি ইয়াং টিচার্স ফিউচার প্রফেশনস”্ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায়  ৫ অক্টোবর শনিবার বিশ্ব শিক্ষক শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে সমিতির কার্যালয়ের এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সহ সভাপতি, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান।


সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল, আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেজবাহ উদ্দিন আহমেদ রুমি, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের শারিরিক শিক্ষক শিক্ষক মো: হীরা মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে মো: বদরুজ্জামান বলেন, শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূর করতে বেসরকারি শিক্ষা জাতীয় করনের কোন বিকল্প নেই। মো: গোলাম মোস্তফা বলেন, শিক্ষক হলো জাতি গঠনের করিগর।

শিক্ষককে বঞ্চিত রেখে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। মেজবাহ উদ্দিন আহমেদ রুমি বলেন, শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে শিক্ষককে প্রথম শ্রেণির মর্যাদা দিতে হবে। জাকির আহমদ খান কামাল বলেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সকল শিক্ষককে উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। মো: হিরা বলেন, টেকসই, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রশিদ সরকার, নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তালুকদার, ইচুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: আলী আমজাদ, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ সরকার, সহকারি শিক্ষক মো: কামরুজ্জামান প্রমুখ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com