বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় গাছের সাথে এ কেমন শত্রুতা ?

 |  আপডেট ৯:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | প্রিন্ট  | 310

পূর্বধলায় গাছের সাথে এ কেমন শত্রুতা ?

হাবিবুর রহমান স্টাফ রির্পোটার:

নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে  উভয় পক্ষের মোঃ আব্দুস শহিদ ,মোঃ আনিছ আল আসাদ (ফরহাদ) ও বুরহান নামের  তিন ব্যক্তি আহত হয়েছেন। এ হামলার ঘটনায় অবশেষে প্রতিপক্ষ ক্ষোভের বসবতি হয়ে বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে  গত বৃহস্পতিবার রাতে (১৭ অক্টোবর) উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর বৈরাগী পাড়ায়। আহতরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় আঃ শহিদের পুত্র মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগে জানাযায়, কালীহর বৈরাগী পাড়ার মোঃ আঃ শহীদের সাথে তারই ফুফাত ভাই বোরহান, আশরাফ উদ্দিন, মিরাশ উদ্দিন, নূর“ মিয়া, জহুর উদ্দিনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে উভয় পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে দু ‘পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওই  শত্রুতার জের ধরে ঘটনার দিন বোরহান উদ্দিনের নেতৃতে রাতের আধারে  মোঃ আব্দুস শহিদের পুকুর পাড়ে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছের চারা ওই প্রতিপক্ষ কেটে ফেলে।

এ ব্যাপারে অভিযুক্ত মিরাস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চারা গাছ কাটার বিষয়টি পরিকল্পিত। আমাদেরকে ফাঁসানোর জন্য তারা নিজেরাই এ কাজ করেছে। পূর্বধলা থানার এস আই মোঃ ইউসুফ জানান, কালিহর বৈরাগীপাড়ার ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com