নেত্রকোনা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • আপডেট : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • ৩৪৩

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনায় মঙ্গলবার (২০ আগষ্ট) সন্ধ্যার আগে সিংহের বাংলা ইউনিয়নের বাংলা বাজার নামক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল ফকির (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সে পূর্বধলা উপজেলার পাচলি গ্রামের হরমুজ আলী ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, দুর্ঘটনায় নিহত বাবুল ফকির ওই এলাকায় রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় ওই মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে। সাবেক ইউপি সদস্য আক্কাস মেম্বারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটলে বাবুল ফকির ঘটনা স্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই এলাকায় সহিলপুর গ্রামের ঘরজামাই হিসেবে বাবুল ফকির বসবাস করতেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের শ্বশুর ও পরিবারের আর কোন তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনায় মঙ্গলবার (২০ আগষ্ট) সন্ধ্যার আগে সিংহের বাংলা ইউনিয়নের বাংলা বাজার নামক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল ফকির (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সে পূর্বধলা উপজেলার পাচলি গ্রামের হরমুজ আলী ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, দুর্ঘটনায় নিহত বাবুল ফকির ওই এলাকায় রেললাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটার সময় ওই মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে। সাবেক ইউপি সদস্য আক্কাস মেম্বারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটলে বাবুল ফকির ঘটনা স্থলেই নিহত হন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ওই এলাকায় সহিলপুর গ্রামের ঘরজামাই হিসেবে বাবুল ফকির বসবাস করতেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের শ্বশুর ও পরিবারের আর কোন তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।