বুধবার ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় অনুষ্ঠিত হলো মাসিক সংগীত আসর

 |  আপডেট ১২:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০১৯ | প্রিন্ট  | 371

নেত্রকোনায় অনুষ্ঠিত হলো মাসিক সংগীত আসর

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনার নিয়মিত একক শিল্পীর গানের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব  ‘মাসিক সংগীত আসর’ অনুষ্ঠিত হয়েছে। জেলা উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত প্রতি মাসের প্রথম শুক্রবারে অনুষ্ঠিত আসরে আজকের নির্ধারিত শিল্পী ছিলেন ওস্তাদ রতন সরকার। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত  নিয়মিত শিল্পী।


উদীচীর হলরুমে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় গানের আসর। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীর জীবনী পাঠ করেন উদীচীর সংগীত বিভাগের সম্পাদক তমা রায়। পরে উদীচীর সহ সভাপতি মাসুদুর রহমান খান ভুট্টুর সঞ্চালনায় একে একে শ্রোতাদের অনুরোধে ক্লাসিক্যাল ১৭ টি গান পরিবেশন করেন একক শিল্পী রতন সরকার ।

এসময় তবলে সহযোগিতা করেন মানস দত্ত লিটন ও বিজন সরকার। বাঁশিতে ছিলেন মোখলেছুর রহমান খান। রাত ১০টা পর্যন্ত চলে মাসিক সংগীত আসর। একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে সাংস্কৃতিক চেতনা বিকাশে ভূমিকা রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com