বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নদীর পাড়ে -সালাউদ্দীন আহম্মেদ 

 |  আপডেট ৬:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট  | 435

নদীর পাড়ে -সালাউদ্দীন আহম্মেদ 
নদীর পাড়ে গেলাম আমি
স্নান করিব বলে,
ঢেউ গুলো দেখি এলো মেলো খেলে
মাঝ কিনারা জলে।
পাশেই অনেক গারু
-ছাগল পার হচ্ছে নদীর ওপারে,
প্রকৃতির এমন দৃশ্য দেখে
আমার নয়ন গেল ভরে।
হঠাৎ এক সুন্দরী রমনী
পার হতে চায় নদী,
জেলে ও মাঝি কেউ নেই সেখানে
আমি আছি হেথা কবি।
খঞ্জন সম হাটন তার
দেখে জুড়াল অন্তর,
কাছে এসে বসিল পাশে
ভয়ে বুক করে ঢড়ফড়।
বলিল তোমার নাম কি ভাইয়া
বসে কেন আছ হেথায়?
উত্তর আমি কি দেব ভেবে নাহি পাই।
কিন্নরীর মত যেন চেহারা,
 দেখে হলাম আত্নহারা।
জবাব নাহি দিতে পারিলাম,
মুখপানে চেয়ে রইলাম।
আমি তোমাকে কিছু বলছি ভাই
নদীর ওপার যেতে চাই।
কহিনু তোমার নাম কি গো সুন্দরী,
কোথায় তোমার ঠিকানা বল
কোন গ্রামের পরী?
কদম তলায় বাড়ি আমার
নাম ময়না সুন্দরী,
নদীর ওপার যাব আমি
আমিন মামার বাড়ি।
কথা বলতেই মাঝি ভাই এল
 বলিল আপু যাবেন?
আমার আবার তাড়া আছে
জলদি করিয়া উঠেন।
চলে গেল নদীর ওপার
আমি রয়ে গেলাম একা,
কবে তুমি আসবে ময়না
হবে আবার দেখা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com