বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশাল উন্নয়ণ ফোরামের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির

 |  আপডেট ৭:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | প্রিন্ট  | 254

ত্রিশাল উন্নয়ণ ফোরামের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির

মামুনুর রশিদ,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ‘ত্রিশাল উন্নয়ন ফোরামের’ আয়োজনে দিন ব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সরকারী নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকালে ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা’র তত্বাবধানে অসচ্ছল চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে ৩৪তম চক্ষু শিবিরে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব হাফেজ রুহুল আমীন মাদানী।

মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুর রাজ্জাকের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহীন রেজা, ডাচ্ বাংলা ব্যাংকের প্রতিনিধি দৃষ্টি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরী, সরকারী নজরুল একাডেমীর সাবেক শিক্ষক খলিলুর রহমান বিএসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ হামিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন।

দিনব্যাপী চক্ষু শিবিরের দ্বিতীয় পর্বে বিকাল ৩ঘটিকায় সমাপনী আলোচনায় অংশগ্রহন করেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল, ইউপি চেয়ারম্যান জাহীদ আমীন, আসাদুল্লাাহ আসাদ, আশরাফ আলী উজ্জল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমূখ।

 

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com