শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে দন্ত চিকিৎসকদের দৌরাত্ম্য

 |  আপডেট ৯:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯ | প্রিন্ট  | 208

ত্রিশালে দন্ত চিকিৎসকদের দৌরাত্ম্য

মামুনুর রশীদ, ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল পৌর সদরের বাজারে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার জমে উঠে দাঁতের হাট।এখানে দর-কষাকষি করে মানুষের মুখের দাঁত উঠানো ও স্হাপন করা হয়। আর এসব ভুয়া দন্ত চিকিৎসকদের খপ্পরে পড়ে অনেকেই এক একটি করে মুখের প্রায় সব দাঁত ফেলে দিতে হচ্ছে।


জানাযায়,ত্রিশাল পৌরসভার মহিলা কলেজের সামনে দাঁত ফেলে দেওয়া ও স্হাপন করা রোগীরা চিকিৎসার জন্য তাদের নিকট আসলে প্রথমে তারা দাঁতের যন্তনায় কাতর ঐসব মানুষকে দাঁত তোলে ফেলার পরামর্শ দিয়ে থাকেন। এখানে ও চলে দর কষাকষি। লোকজনের আচার আচারণ বুঝে দাঁত তোলার দাম চাওয়া হয়।

একটি দাঁত তুলতে ২ শত থেকে শুরু করে ৫ শত টাকা আদায় করেন। ভক্তভোগীরা জানান,প্রথম দাঁত তোলার পর থেকে আবার এক দুই মাস পর অন্য দাঁতগুলোতে তাদের সমস্যা দেখা দেয়। এমন করে ভূয়া লাইসেন্স বিহীন দাঁতের চিকিৎসকরা জনসাধারণকে কাঙ্ক্ষিত সেরা না দিয়ে রোগীদেরকে ভোগান্তিতে ফেলে নানা ভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও ত্রিশাল পৌরসভার বিভিন্ন স্হানে গড় উঠেছে ভূয়া দাঁতের ডাক্তারদের দৌরাত্ম্য।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর

এ বিভাগের আরও খবর

মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com