শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে নদী ভাঙ্গনে হুমকির মুখে ৪ভূমিহীনের বসতবাড়ী

 |  আপডেট ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯ | প্রিন্ট  | 169

ঝিনাইগাতীতে নদী ভাঙ্গনে হুমকির মুখে ৪ভূমিহীনের বসতবাড়ী

খোরশেদ আলম,ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরীয়ায় সোমশ্বেরীর ভাঙ্গনে হুমকির মুখে ৪ভূমিহীনের বসতবাড়ী। অতিবর্ষণ ও পাহাড়ী ঢলে সোমেশ্বরী নদীর পানির তোড়ে দুপুরীয়া ব্রীজ সংলগ্ন পাইলিং ধ্বসে আব্দুর রেজ্জাক ও লোকমান হোসেনের ২টি বাড়ী বিধ্বস্ত হয়।


ওই গ্রামের আমিনুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, ওই ২টি বাড়ী বিধ্বস্ত হলেও পাশে নুর ইসলাম ও রবি আলীর আরো ২টি বসতবাড়ী হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আব্দুর রেজ্জাক ও লোকমান হোসেন জানান, ওই বসতবাড়ী ছাড়া সহায়-সম্বল বলতে তাদের আর কিছুই নেই।

বসতবাড়ী বিধ্বস্ত হওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। নুর ইসলাম ও রবি আলী জানান, নদী ভাঙ্গনের মুখে তারাও এখন আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। যে কোন মুহুর্তে পাহাড়ী ঢলের পানির তোড়ে তাদের বাড়ী দুটিও বিধ্বস্ত হতে পারে।

আব্দুর রেজ্জাক ও লোকমান মিয়া বলেন, তাদের বাড়ী বিধ্বস্ত হলেও সরকারি ভাবে তারা পায়নি কোন সাহায্য-সহযোগীতা। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার তার দপ্তরে আবেদন করলে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com