নেত্রকোনা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে আগামীকালও সর্বাত্মক ধর্মঘটের আহ্বান

  • আপডেট : ০৮:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • ২৯৭
সাব্বির আহমেদ,জাবি প্রতিনিধিঃ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবি করে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে অবরোধ শেষে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ জানান তারা।
এর আগে পূর্বঘোষিত ধর্মঘট শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিভিন্ন অনুষদ, শহীদ মিনার, অমর একুশ হয়ে প্রধান ফটক সংলগ্ন সড়কে অবস্থান নেয়। পরবর্তীতে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যান শিক্ষার্থীরা এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে আবারো মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ আসেন তারা। সেখানে সমাবেশের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তারা।
সমাবেশে ‘উপাচার্য অপসারণ মঞ্চের’ অন্যতম মুখপাত্র নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘সারাদিন ধর্মঘট পালন করেছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এছাড়া আগামীকালও সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল সবগুলো বিভাগে ক্লাস পরীক্ষা বর্জন করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি লাগাতার ধর্মঘট চলবে।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।
তিনি বলেন, ‘প্রশাসন বারবার বলার চেষ্টা করছেন গুটিকয়েক শিক্ষার্থী আন্দোলন করছেন। আপনাদের যদি নৈতিক অবস্থান সুদৃঢ় থাকে তাহলে উপাচার্য ফারজানা ইসলাম নিজ পদে থাকতে পারেন কিনা সে মর্মে একটা গণভোটের আয়োজন করুন। আজকের ধর্মঘটে ফারজানা ইসলামপন্থী কিছু শিক্ষক সুবিধাপন্থী হয়ে শিক্ষার্থীদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার জন্য বার বার চেষ্টা করেছেন। আমরা এ ধরনের আচরণের ধিক্কার জানাই। আমরা আশা করবো আগামীকালের ধর্মঘটে এসব শিক্ষক উপস্থিত হবেন না।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

জাবিতে আগামীকালও সর্বাত্মক ধর্মঘটের আহ্বান

আপডেট : ০৮:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
সাব্বির আহমেদ,জাবি প্রতিনিধিঃ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবি করে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে অবরোধ শেষে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ জানান তারা।
এর আগে পূর্বঘোষিত ধর্মঘট শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিভিন্ন অনুষদ, শহীদ মিনার, অমর একুশ হয়ে প্রধান ফটক সংলগ্ন সড়কে অবস্থান নেয়। পরবর্তীতে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যান শিক্ষার্থীরা এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে আবারো মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ আসেন তারা। সেখানে সমাবেশের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তারা।
সমাবেশে ‘উপাচার্য অপসারণ মঞ্চের’ অন্যতম মুখপাত্র নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘সারাদিন ধর্মঘট পালন করেছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এছাড়া আগামীকালও সর্বাত্মক ধর্মঘটের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল সবগুলো বিভাগে ক্লাস পরীক্ষা বর্জন করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি লাগাতার ধর্মঘট চলবে।’
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।
তিনি বলেন, ‘প্রশাসন বারবার বলার চেষ্টা করছেন গুটিকয়েক শিক্ষার্থী আন্দোলন করছেন। আপনাদের যদি নৈতিক অবস্থান সুদৃঢ় থাকে তাহলে উপাচার্য ফারজানা ইসলাম নিজ পদে থাকতে পারেন কিনা সে মর্মে একটা গণভোটের আয়োজন করুন। আজকের ধর্মঘটে ফারজানা ইসলামপন্থী কিছু শিক্ষক সুবিধাপন্থী হয়ে শিক্ষার্থীদের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার জন্য বার বার চেষ্টা করেছেন। আমরা এ ধরনের আচরণের ধিক্কার জানাই। আমরা আশা করবো আগামীকালের ধর্মঘটে এসব শিক্ষক উপস্থিত হবেন না।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।