নেত্রকোনা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে পুলিশের অভিযানে আটক- ১৭

ময়মনসিংহের গৌরীপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে  (১১ জানুয়ারী) মঙ্গলবার বিকেলে ও রাতে  মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে  উপজেলার মাওহা ইউনিয়নে ভূটিয়ারকোনা বাজার এলাকায় জুয়ার আসর থেকে ১০জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ভুটিয়ারকোনা গ্রামের মৃত মোসাফির ছেলে নাগিনী রবিদাস( ৬০) মৃত সাবুদ আলীর পুত্র মোঃ লাল মিয়া (৬২), মৃত আবাল হোসেনের পুত্র নুরুল আমিন (৫৮), মৃত আঃ সোবহানের পুত্র নেকবর আলী (৬৫),মৃত বাহাজ উদ্দিনের পুত্র জজ মিয়া( ৩৮) মোঃ সাহেদ আলীর পুত্র মোঃ সিদ্দিক মিয়া (৪২) আফতাব উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম (৪০) অচিন্তপুর ইউনিয়নের পাচকানিয়া গ্রামের আঃ মালেকের পুত্র আজিজুল হক( ৫২)  মাওহা ইউনিয়নের তাতীরপায়া গ্রামের মৃত আঃ কাদিরের পুত্র বদরুজ্জামান( ৪৮) ভাংনামারী গ্রামের আবুল কাসেমের পুত্র শিবলু মিয়া (২৫)।

পৌর শহরের মাস্টারপাড়া গ্রামের কৃষ্ণ চৌহানের পুত্র তনয় চৌহান (২২) পুর্ব দাপুনিয়াগ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র সুজাত (২১)। এ ছাড়া একই দিন রাতে পৌর শহরের কালীপুর মধ্যমতরফের মোতালেব চৌধুরীর পুত্র সাকিব চৌধুরী (১৭) গোলকপুর গ্রামের কাজল মিয়ার পুত্র সাইমন ইসলাম আলিফ(১৬) শিব্বির আহম্মেদের পুত্র মোস্তাক আহম্মেদ খান নোমান ১৬,এপি সাং খেলার মাঠের আবুল হাসেমের পুত্র মাহাবুর রহমান সুজন (১৮), কালীপুর মধ্যম তরফের নুরুল ইসলাম মন্টুর পুত্র রাহাতুল ইসলাম লিপ্টু সহ সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা,  চুরি, ও ৩৪ ধারা আইনে মামলা দায়ের করে (১২ ফ্রেব্রুয়ারী) তাদের আদালতে প্রেরণ করা  হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গৌরীপুরে পুলিশের অভিযানে আটক- ১৭

আপডেট : ০৬:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে  (১১ জানুয়ারী) মঙ্গলবার বিকেলে ও রাতে  মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে  উপজেলার মাওহা ইউনিয়নে ভূটিয়ারকোনা বাজার এলাকায় জুয়ার আসর থেকে ১০জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ভুটিয়ারকোনা গ্রামের মৃত মোসাফির ছেলে নাগিনী রবিদাস( ৬০) মৃত সাবুদ আলীর পুত্র মোঃ লাল মিয়া (৬২), মৃত আবাল হোসেনের পুত্র নুরুল আমিন (৫৮), মৃত আঃ সোবহানের পুত্র নেকবর আলী (৬৫),মৃত বাহাজ উদ্দিনের পুত্র জজ মিয়া( ৩৮) মোঃ সাহেদ আলীর পুত্র মোঃ সিদ্দিক মিয়া (৪২) আফতাব উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম (৪০) অচিন্তপুর ইউনিয়নের পাচকানিয়া গ্রামের আঃ মালেকের পুত্র আজিজুল হক( ৫২)  মাওহা ইউনিয়নের তাতীরপায়া গ্রামের মৃত আঃ কাদিরের পুত্র বদরুজ্জামান( ৪৮) ভাংনামারী গ্রামের আবুল কাসেমের পুত্র শিবলু মিয়া (২৫)।

পৌর শহরের মাস্টারপাড়া গ্রামের কৃষ্ণ চৌহানের পুত্র তনয় চৌহান (২২) পুর্ব দাপুনিয়াগ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র সুজাত (২১)। এ ছাড়া একই দিন রাতে পৌর শহরের কালীপুর মধ্যমতরফের মোতালেব চৌধুরীর পুত্র সাকিব চৌধুরী (১৭) গোলকপুর গ্রামের কাজল মিয়ার পুত্র সাইমন ইসলাম আলিফ(১৬) শিব্বির আহম্মেদের পুত্র মোস্তাক আহম্মেদ খান নোমান ১৬,এপি সাং খেলার মাঠের আবুল হাসেমের পুত্র মাহাবুর রহমান সুজন (১৮), কালীপুর মধ্যম তরফের নুরুল ইসলাম মন্টুর পুত্র রাহাতুল ইসলাম লিপ্টু সহ সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা,  চুরি, ও ৩৪ ধারা আইনে মামলা দায়ের করে (১২ ফ্রেব্রুয়ারী) তাদের আদালতে প্রেরণ করা  হয়েছে।