নেত্রকোনা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সরকারি এক কর্মচারীকে মারধর ও চাঁদাবাজির মামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা ভিপি শহিদুল ইসলাম অন্তরকে (৪১) গ্রেপ্তার করেছেন গৌরীপুর থানার পুলিশ। সোমবার (৬ জানুয়ারী) দিনগত রাত দেড়টার সময় ময়মনসিংহ জেলা শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম অন্তর গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারি আব্দুল করিমকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। এছাড়াও তিনি (শহীদুল) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের দায়েকৃত চাঁদাবাজির মামলার আসামী।

গৌরীপুরে কর্মরত তৃতীয় ও চতৃর্থ শ্রেণির কয়েকজন সরকারি কর্মচারী জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর পিআইও অফিসের অফিস সহকারি আব্দুল করিমকে বিনা দোষে নিজ অফিস কক্ষে লাঞ্চিত করেন। এরআগে গত বছর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী মাজহারুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহায়ক আনোয়ার হোসেনকে বিনা কারনে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ক্ষমা প্রার্থনার মাধ্যমে মুছলেখা দিয়ে ছাড় পান।

তারা আরো বলেন, গত বছর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণ ও চাঁদা দাবির ঘটনায় শহিদুলের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের হুমকীর মুখে চরম আতংকের মধ্যে অফিস করতে হচ্ছে এ উপজেলার সরকারি কর্মচারীদের। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরনে রবিবার (৫ জানুয়ারী) মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেছেন।

গৌরীপুর পিআইও অফিসের অফিস সহকারি আব্দুল করিমের দায়েরকৃত মামলা এজাহারে প্রকাশ, ঘটনারদিন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অফিস কক্ষে এসে আব্দুল করিমের কাছে সরকারি কম্বল চান। এসময় তিনি বলেন, সরকারি কম্বল দেয়ার কোন ক্ষমতা আমার নেই। এ কথা বলতেই, তাকে মারধর শুরু করেন ইউপি চেয়ারম্যান এবং একপর্যায়ে তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের পক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।

গৌরীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ০৮:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০

সরকারি এক কর্মচারীকে মারধর ও চাঁদাবাজির মামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা ভিপি শহিদুল ইসলাম অন্তরকে (৪১) গ্রেপ্তার করেছেন গৌরীপুর থানার পুলিশ। সোমবার (৬ জানুয়ারী) দিনগত রাত দেড়টার সময় ময়মনসিংহ জেলা শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শহিদুল ইসলাম অন্তর গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারি আব্দুল করিমকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। এছাড়াও তিনি (শহীদুল) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের দায়েকৃত চাঁদাবাজির মামলার আসামী।

গৌরীপুরে কর্মরত তৃতীয় ও চতৃর্থ শ্রেণির কয়েকজন সরকারি কর্মচারী জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর পিআইও অফিসের অফিস সহকারি আব্দুল করিমকে বিনা দোষে নিজ অফিস কক্ষে লাঞ্চিত করেন। এরআগে গত বছর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী মাজহারুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহায়ক আনোয়ার হোসেনকে বিনা কারনে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ক্ষমা প্রার্থনার মাধ্যমে মুছলেখা দিয়ে ছাড় পান।

তারা আরো বলেন, গত বছর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণ ও চাঁদা দাবির ঘটনায় শহিদুলের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের হুমকীর মুখে চরম আতংকের মধ্যে অফিস করতে হচ্ছে এ উপজেলার সরকারি কর্মচারীদের। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরনে রবিবার (৫ জানুয়ারী) মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেছেন।

গৌরীপুর পিআইও অফিসের অফিস সহকারি আব্দুল করিমের দায়েরকৃত মামলা এজাহারে প্রকাশ, ঘটনারদিন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অফিস কক্ষে এসে আব্দুল করিমের কাছে সরকারি কম্বল চান। এসময় তিনি বলেন, সরকারি কম্বল দেয়ার কোন ক্ষমতা আমার নেই। এ কথা বলতেই, তাকে মারধর শুরু করেন ইউপি চেয়ারম্যান এবং একপর্যায়ে তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা সাংবাদিকদের জানান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের পক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।