নেত্রকোনা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট : ০৭:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • ১৮৭

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার সংলগ্ন দি-ওয়েলটেক্স লিমিটেড এর তৈরি পোশাক কারখানাটি পূর্ব কোন ঘোষণা ছাড়াই বন্ধের নোটিশ দেয়ায় শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে দেখে কারখানার প্রধান ফটকে ৪৫ দিন বন্ধের নোটিশ। এসময় নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে।

কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, এমসি বাজার সংলগ্ন দি ওয়েলটেক্স লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ বারবার তালবাহানা করে আসছে এবং পূর্ব কোন ঘোষণা ছাড়াই কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শ্রমিকরা আরো জানায়, সোমবার (২১ অক্টোবর) সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করে। কিন্তু আজ মঙ্গলবার সকালে কাজে এসে দেখি কারখানা বন্ধ।অথচ আমাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। পরে উত্তোজিত শ্রমিকরা এক সাথে হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রীপুর মডেল থানার (এস আই) নাজমুল সাকীব জানান, দি ওয়েলটেক্স কারখানার শ্রমিকদের মধ্যে বেতনের দাবীতে অনেকবারই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় বেতনের দাবিতে ২২ অক্টোবর কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে দেখি কারখানা কর্তৃপক্ষের কোন কর্মকর্তা নেই এবং কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানানো রয়েছে। পরে অনেক চেষ্টায় কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা আশ্বাস দিয়েছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৭:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার সংলগ্ন দি-ওয়েলটেক্স লিমিটেড এর তৈরি পোশাক কারখানাটি পূর্ব কোন ঘোষণা ছাড়াই বন্ধের নোটিশ দেয়ায় শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে দেখে কারখানার প্রধান ফটকে ৪৫ দিন বন্ধের নোটিশ। এসময় নোটিশ দেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে।

কারখানার বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ জানায়, এমসি বাজার সংলগ্ন দি ওয়েলটেক্স লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ বারবার তালবাহানা করে আসছে এবং পূর্ব কোন ঘোষণা ছাড়াই কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শ্রমিকরা আরো জানায়, সোমবার (২১ অক্টোবর) সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগদান করে। কিন্তু আজ মঙ্গলবার সকালে কাজে এসে দেখি কারখানা বন্ধ।অথচ আমাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। পরে উত্তোজিত শ্রমিকরা এক সাথে হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রীপুর মডেল থানার (এস আই) নাজমুল সাকীব জানান, দি ওয়েলটেক্স কারখানার শ্রমিকদের মধ্যে বেতনের দাবীতে অনেকবারই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় বেতনের দাবিতে ২২ অক্টোবর কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে দেখি কারখানা কর্তৃপক্ষের কোন কর্মকর্তা নেই এবং কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানানো রয়েছে। পরে অনেক চেষ্টায় কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা আশ্বাস দিয়েছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।